ছবি: সংগৃহীত
জাতীয়

বিচারপতি গোলাম মর্তুজার ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড

রহিম আলী জাবেদ,ফেনী প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার (১৭ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

বাংলাদেশের ইতিহাসে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে গণহত্যার দায়ে এটিই প্রথম বিচারের রায়। রায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে লঘুদণ্ড হিসেবে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারক এবং পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান। তিনি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়ির বাসিন্দা। ১৯৪৬ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণকারী এই বিচারপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম পাস করেন। ১৯৮২ সালে বিসিএস (বিচার) পাস করে ১৯৯৩ সালের ২০ এপ্রিল চাকরিতে যোগ দেন এবং দীর্ঘ ১৯ বছর জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারি অবসর নেন। পরবর্তীতে, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত গোলাম মর্তুজা মজুমদারকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী এই রায় দেন। ৬ ভাগে বিভক্ত ৪৫৩ পৃষ্ঠার রায়ের সার সংক্ষিপ্ত অংশ বিচারক দুপুর ১২টা ৩৪ মিনিট থেকে পাঠ করা শুরু করেন এবং পৌনে তিনটা পর্যন্ত তা চলে।

আদালত রায়ে উল্লেখ করেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন এবং আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। তবে, মামুন রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করায় তার সাজা কমানো হয়েছে। রায় ঘোষণার সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থেকে ভারতে আশ্রয়ে রয়েছেন।

এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের ফেনীর গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষকদের সর্বাত্মক টানা কর্মবিরতি ঘোষণা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নকে কেন্দ্র করে ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষক...

শেখ হাসিনার মামলার রায় আজ

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শে...

‘বিচার স্বচ্ছ হয়েছে, শেখ হাসিনা খালাস পেলে খুশি হতাম’

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্টাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ...

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা...

নোয়াখালীতে র‍্যাবের বিশেষ টহল ও চেকপোস্ট জোরদার

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এ...

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবে সমর্থন জাতিসংঘের

গাজা যুদ্ধের ইতি টানতে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনাকে সমর্থন...

দেশে নারী মৃত্যুদণ্ড কার্যকর হয়নি, কারণ কি?

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আলোচনায় উঠে এসেছে তার ফাঁসি কার্যকরের...

জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ

জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ জানিয়েছ...

বিচারপতি গোলাম মর্তুজার ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধ...

ধর্ষণ মামলার পলাতক মামুন র‍্যাবের জালে

হবিগঞ্জের আজমেরীগঞ্জে দায়ের হওয়া ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামি মো. মামুন ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা