আন্তর্জাতিক

জুলাই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল কলকাতায়ও

আমার বাঙলা ডেস্ক

২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে মারা যান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। এই ঘটনার পর থেকে নড়েচড়ে বসে কলকাতার ছাত্রসমাজ। কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থনে কলকাতায় একের পর এক বিক্ষোভ শুরু করে বিভিন্ন সংগঠন।

ঢাকায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ১৭ জুলাই কলকাতায় বাংলাদেশ দূতাবাস অভিমুখে যাত্রার ডাক দেয় বামপন্থি ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। মিছিলে বিপ্লবী ছাত্র ফ্রন্ট (আরএসএফ), অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনসহ (এআইএসএ) একগুচ্ছ বাম সংগঠনের কর্মী-সমর্থকরাও যোগ দেন। কিছুক্ষণ পরই একাডেমি অব ফাইন আর্টসের চত্বর থেকে অনেককে আটক করে পুলিশ। গ্রেপ্তার করে তাদের নিয়ে যাওয়া হয় কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারে।

কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজে সমাবেশের ডাক দেয় এআইডিএসও। পরে মধ্য কলকাতার পার্ক সার্কাস ময়দানে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেন সংগঠনটির সদস্যরা। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে স্মারকলিপি প্রদানেও বাধা দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

বাংলাদেশের অনুকরণে কলকাতায় ছাত্র বিক্ষোভেও নজর কেড়েছিল ছাত্রদের তৈরি পোস্টার, ব্যানার ও গ্রাফিতি। স্লোগানেও আগুন ছড়ায়। ভারত সরকারের ঘনিষ্ঠ মিত্র আওয়ামী লীগের বিরুদ্ধে এমন বিক্ষোভ প্রথমবারের মতো প্রত্যক্ষ করেছিল শহরবাসী।

সম্মিলিত বাম ছাত্র সংগঠনগুলোও আন্দোলনে যোগ দেয়। তারা শেখ হাসিনার পদত্যাগের দাবি জানাতে থাকে। রবীন্দ্র সদন চত্বরে পুলিশ ব্যারিকেড তৈরি করে। শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। ৭০ জনকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়।

পরে ধর্মতলা থেকে বাংলাদেশ দূতাবাস অভিমুখে যাত্রা কর্মসূচির ডাক দেয় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। দূতাবাসের আগে ব্যারিকেড দিয়ে ছাত্রদের আটকানোর চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ। পুলিশ একাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। বিক্ষোভে নেতৃত্বে ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। কলকাতার পার্ক সার্কাসে সমাবেশ করতে দেয়নি পুলিশ। সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

আইসার রাজ্য সভাপতি ঋতম মাজি বলেন, প্রতিবেশী দেশে যদি গণতান্ত্রিক আন্দোলনের ওপরে রাষ্ট্রীয় আঘাত আসে তাদের প্রতি সংহতি জানানো আমাদের কর্তব্য।

কলকাতার এই আন্দোলন বিক্ষোভের মধ্যেও চুপ ছিল ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) এবং তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ (টিএমসিপি)।

এদিকে গোটা জুলাই আন্দোলনে গণহত্যা প্রসঙ্গে ভারতের গণমাধ্যমগুলো ছিল সম্পূর্ণ নীরব। তবে গণমাধ্যমের নাটকীয় পরিবর্তন ঘটে ৫ আগস্ট থেকে। ওই দিন শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এ ঘটনার পর বাংলাদেশ নিয়ে তারা অপতথ্য ছড়াতে থাকে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিম্নমানের বেকারি সামগ্রীতে সয়লাব মনোহরদীর হাট-বাজার

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন হাট-বাজারে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরি...

বড়লেখায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

মৌলভীবাজারের বড়লেখায় সাবেক এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ...

মৌলভীবাজারে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সরকার ঘোষিত দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযো...

বড়লেখায় খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও মিছিল

মৌলভীবাজারের বড়লেখায় নুরজাহান শপিং সেন্টারের সম্মুখে খেলাফত মজলিস বড়লেখা উপজে...

চা-বাগান শ্রমিকদের শীতের দাপটে মানবেতর জীবনযাত্রা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড়-টিলা ঘেরা সবুজে ঘেরা চা-বাগানগুলোতে সাধার...

চট্টগ্রামের দুই আসনে বিএনপির প্রার্থী পুনর্বিন্যাস

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ কয়েকটি সংসদীয় আসন...

পেকুয়ায় বিইউআই কামিল মাদ্রাসার ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জুবিলী উদযাপিত

কক্সবাজারের পেকুয়ার রাজাখালী বি ইউ আই কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাকালের ৭৫বছর পূ...

শিউবি এলামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কক্সবাজারের পেকুয়া শিলখালী উচ্চ বিদ্যালয় (শিউবি) প্রাক্তন ছাত্র পরিষদের এলামন...

চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার পলাতক আসামি কুহিন গ্রেপ্তার

হবিগঞ্জের আজমিরগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর রাসেল আ...

ফরিদগঞ্জে ৬ দোকান আগুনে পুড়ে ছাই, কিশোর নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ১৪ বছর বয়স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা