সংগৃহীত
ফিচার

লেকের পাড়ে গাছ আছে, পাখি আছে; বইও থাকে

আমার বাঙলা ডেস্ক

গাছ আমাদের চারপাশে আছে। যদিও নাগরিক জীবনের বিস্তৃতিতে গাছ কেটে ফেলা হচ্ছে। তবে যেখানেই গাছ আছে সেখানেই পাখির আবাস আছে।

তবে রাজধানীর ধানমন্ডি লেকের পাশে দেখা মিলছে ব্যতিক্রম এক দৃশ্যের। লেকের একপাশে বিভিন্ন গাছে ঝুলে আছে বই রাখার ছোট ছোট বাক্স, দেখতে ঠিক যেন পোষা পাখির ঘরের মতোই। লেকে আসা দর্শনার্থীদেরও আকৃষ্ট করেছে এসব বইয়ের বাক্স। বই পড়াকে সহজ করার সুন্দর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অনেকেই। লেকে আগতরা বলছেন, ঢাকা ও ঢাকার বাইরের পার্কগুলোতেও এমন উদ্যোগ নেওয়া হলে বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়বে, পাঠকরাও উপকৃত হবেন। তবে গাছে পেড়েক ঠুকে এ বইয়ের বাক্স স্থাপনের সমালোচনা করেছেন কেউ কেউ।

ব্যক্তি উদ্যোগেই বই পড়ার এই ব্যবস্থা করেছেন ধানমন্ডির বাসিন্দা জাকিয়া রায়হানা রূপা। প্রথমে লেকের পাশে একটি বাক্স স্থাপন করেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করলে অন্যরাও এই ভালো কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপাতত তিনটি বইয়ের বক্স বসানো হয়েছে। আরো ছয়টি বক্স বসানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। এভাবে আরো বাড়বে বলে মনে করেন রূপা।

জাকিয়া রায়হানা রূপা বলেন, সম্প্রতি আমি ফেসবুকে একজনের ভ্লগে দেখতে পাই জার্মানির বিভিন্ন পার্কে বড় বড় বুক সেলফ রাখা। সেখান থেকে অনেকেই বই পড়েন, আবার অনেকেই সেখানে বই ডোনেটও করেন। আমি ভাবলাম জার্মানিতে সম্ভব হলে বাংলাদেশে কেন হবে না। তাই আমি প্রথমে একটি বক্স বসাই ধানমন্ডি লেকে। যেহেতু এখানে আমার নিয়মিতই আসা হয়। আমি ছোট বক্স বাছাই করেছি, কারণ বড় সেলফ হলে দূরে দূরে বসাতে হবে। ছোট হওয়ায় অনেক জায়গায় এই বইয়ের ব্যবস্থা করা যাবে। তখন যে কেউ তার কাছ থেকেই বই নিয়ে পড়তে পারবেন।

মূলত অবসর সময়টাতে যারা পার্কে একটু বিশ্রাম নেন, তাদের হাতের নাগালে বই পৌঁছে দিতেই এই উদ্যোগ- এমনটি জানিয়ে রূপা বলেন, আমার প্রিয় লেখক মহিউদ্দিন মোহাম্মদ থেকে আমি অনুপ্রেরণা পাই। উনি সবাইকেই বই পড়ার প্রতি আগ্রহী করেন। আমি মনে করি, যারা লেকে আসেন তারা হাতের নাগালের কাছে বই পেলে পড়তে আগ্রহী হবেন। তা এই পরিবেশটিও বই পড়ার জন্য চমৎকার। সবাই তো সঙ্গে করে বই নিয়ে চলেন না, তাদের জন্য এটি সহজ করবে।

এসময় তিনি দেশে বিভিন্ন প্রান্তে এই উদ্যোগে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি সরকারকে উদ্যোগী হওয়ারও পরামর্শ দেন।

লেকের পাশে বই পড়ার ব্যবস্থা দেখে আনন্দিত হচ্ছেন সময় কাটাতে আসা মানুষজনও। কেউ কেউ বই হাতে নিয়ে পৃষ্ঠা উল্টিয়ে পড়ছেন। কেউ পাশের জনকে বই পড়ে শোনাচ্ছিলেন।

লেকে ঘুরতে আসা চঞ্চল এদবর নামে এক যুবক বলেন, এটি দারুণ একটি উদ্যোগ। কাজের ফাঁকে কারো সঙ্গে দেখা করতে বা ঘুরতে আসা হয় এই লেকে। তখন আমাদের সঙ্গে মোবাইল ফোন ছাড়া কিছু থাকে না। এই বই দেখে মোবাইল ছেড়ে বই পড়ার ইচ্ছা হলো। অন্তত কিছুটা সময় বইয়ের মাঝে সময় কাটানো গেলো। হয়তো কোনো বই পড়া শুরু করলে কোনো না কোনোভাবে পুরোটা পড়ে শেষ করার আগ্রহ থাকবে। এভাবে আবারো বই পড়ার অভ্যাস তৈরি হবে।’

মগবাজারের বাসিন্দা তাহমিনা আক্তার সালমা এসেছিলেন লেকে। তিনি বলেন, রূপার এ উদ্যোগ ব্যতিক্রমী ও প্রশংসনীয়। তবে বই রাখার বস্তুটি সুনির্দিষ্ট জায়গায় রাখা উচিত। লেকের ব্যবস্থাপনায় যারা আছেন- অর্থাৎ লেক উন্নয়ন কিংবা সংরক্ষণ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা উচিত। কেউ দায়িত্ব না নিলে সিটি করপোরেশনের কারো সঙ্গে কথা বলা যেতে পারে। বই রাখার বস্তুটি যেন চুরি না হয়। কিন্তু কোনোভাবেই গাছের সঙ্গে পেড়েক মেরে রাখা পরিবেশ উপযোগী না। গাছের সুরক্ষার বিষয়টিও ভাবতে হবে। রূপা এ দিকটি অবচেতনে ভুলে যেতে পারেন। তার উদ্যোগকে ছোট বিচ্যুতিতে হেয় করার নয়।

স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে লেক দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন মমতাজ আক্তার। এসময় বইয়ের বক্স দেখে আগ্রহ নিয়ে বই নিয়ে নিজের সন্তানকেও বই পড়ে শোনাচ্ছিলেন।

তিনি বলেন, আমাদের সন্তানদের রেগুলার কারিকুলামের বই ছাড়া অন্য কোনো বই তেমন একটি হাতে তুলে দেওয়া হয় না। তারা সিলেবাসের বাইরে অন্য বই পড়ে না। তাই নতুন বই পড়ার যে আনন্দ সেটি তারা পায় না। এই লেকে আজই দেখলাম পড়ার জন্য সুন্দর বুক সেলফে বই রাখা। আমার মেয়েও আগ্রহ দেখালো।

লেকে ঘুরতে আসা অনেকেই স্বাগত জানিয়েছেন এই বই পড়ার ব্যবস্থাকে। তারা বলছেন, এই ব্যবস্থা প্রতিটি এলাকার পার্কে থাকলে দর্শনার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠতে সহযোগী হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঢাক-ঢোল পিটিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে গজারিয়ায় ব...

অবশেষে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বাংলাদেশ হাইকমিশনে

আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য এবং অন্তর্বর্তী সরকারের কা...

গাজায় নিহত আরো ১৯, মৃত্যু ছাড়াল ৪৪ হাজার ৮০০

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় আরো ১৯ জন নিহত হ...

সোনার বর্ধিত দাম আজ থেকে কার্যকর

মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারো সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়ে...

বাবা ডাক শুনে যেতে পারলেন না গণঅভ্যুত্থানে শহীদ রাব্বি

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মাগুরা জেলা ছাত্রদলের ন...

বাংলাদেশ নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তায় ব্যবস্থা নেবে

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদ...

পর্যটক কমছে ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনে

শীতের আগমন বাড়ার সাথে সাথে সুন্দরবনে বনদস্যু, হরিণ...

আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লী...

গজারিয়ায় কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঢাক-ঢোল পিটিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে গজারিয়ায় ব...

ঘন কুয়াশায় পচন ধরছে আলু খেতে

দেশের শস্যভান্ডারখ্যাত জেলা নওগাঁয় দিন যতই যাচ্ছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা