নোয়াখালীর মাইজদী শহরে থানার পাশে সুপার মার্কেটের নিলয় জুয়েলার্সে চুরির ঘটনায় চোর চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নয় ভরি চার আনা সাত পয়েন্ট স্বর্ণালংকার।
রোববার (১১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এ. টি. এম. মোশারফ হোসেন। গতকাল শনিবার কুমিল্লা জেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আন্তঃজেলা স্বর্ণচোরচক্রের মূলহোতা মো. মোর্শেদ ওরফে মোশারফ, তার স্ত্রী শিল্পী আক্তার এবং মো. আলাউদ্দিন ওরফে পিচ্চি আলাউদ্দিন (২৬)।
জানা যায়, গত বৃহস্পতিবার ১ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্স’-এর শাটারের তালা কেটে ১২৭ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর ২ জানুয়ারি সুধারাম থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মীর মোশারেফ হোসেন একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ঘটনার পরপরই চোরদের শনাক্ত ও চোরাই স্বর্ণালংকার উদ্ধারে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্য সংগ্রহ শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার সকালে কুমিল্লা জেলার মুরাদনগর ভাঙা সড়কে পুলিশ অভিযান চালায়। অভিযানে আন্তঃজেলা চোরচক্রের মূলহোতা মোর্শেদ ও তার স্ত্রী শিল্পীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে পিচ্চি আলাউদ্দিনকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘর থেকে তিন ভরি পাঁচ আনা দুই রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকার বড় দীঘির পাড় এলাকায় শিল্পীর বাসা তল্লাশি করে পাঁচ ভরি পনেরো আনা সাত পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এ. টি. এম. মোশারফ হোসেন বলেন, মোর্শেদ ও পিচ্চি আলাউদ্দিন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। পরে আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়।
আমারবাঙলা/আরআরপি