ছবি: সংগৃহীত
শিক্ষা

নর্দান ইউনিভার্সিটির নতুন ভাইস চ্যান্সেলর ড. মো. মিজানুর রহমান

এনইউবি প্রতিনিধি

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গত রবিবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব সুলতান আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী তাঁকে চার বছরের জন্য ভাইস চ্যান্সেলরের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা ও সুবিধা তিনি পাবেন এবং আইনে বর্ণিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন। আদেশটি প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে বলেও উল্লেখ করা হয়।

দীর্ঘ শিক্ষাজীবনে অধ্যাপক মিজানুর রহমান একাডেমিক উৎকর্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে তিনি অনার্সে রেকর্ড নম্বর নিয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে কানাডার ডালহৌসি ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স ও মার্কেটিংয়ে ডাবল মেজরসহ এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন,যেখানে তিনি শীর্ষ ১ শতাংশ গ্র্যাজুয়েটের তালিকায় স্থান করে নেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েই মাস্টার্সে ১ম শ্রেণিতে ২য় স্থান অর্জন করেন এবং একই বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

৩৫ বছরের দীর্ঘ একাডেমিক ক্যারিয়ারে তিনি ৩বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনি কিছু সময় ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, আইইউবি সহ দেশের শীর্ষস্থানীয় একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ছিলেন।

গবেষণাক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত ৪টি গবেষণা প্রবন্ধ,৩টি রিসার্চ মনোগ্রাফসহ মোট ৩৫টিরও বেশি প্রকাশনা তাঁর ঝুলিতে রয়েছে। তাঁর তত্ত্বাবধানে বহু শিক্ষার্থী এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।

একাডেমিক জীবনের পাশাপাশি শিল্পখাতেও তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক ও কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি। ঢাকার কয়েকটি খ্যাতনামা কলেজের গভর্নিং বডির সভাপতি ও সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নর্থ সাউথ সোসাইটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগ হান্টে অংশ নিল সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং ক্লাবের তিন শিক্ষার্থী

বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাইবার নিরাপত্তা আয়োজন ‘দ্য বাগ হান্ট সি...

মনোহরদীতে জেলা প্রশাসকের গণশুনানি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছ...

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

‘বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম যদি আমরা লালন ও প্রতিপালন করি, তাহলেই তা...

পৌষ-সংক্রান্তি ঘিরে শেরপুরে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

মৌলভীবাজারের শেরপুরে পৌষ-সংক্রান্তির নবান্ন উৎসবকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্য...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ কোটি ৮০ লাখ টাকা সহায়তা

কুষ্টিয়া ও মেহেরপুরের বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ক্ষতিগ্রস্ত পরিবারের স...

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্র...

নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি

ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যা...

মানবতাবিরোধী অপরাধ: জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলা থেকে ক্ষমতাচ...

কমলগঞ্জের মাধবপুরে ঝোপ থেকে ৫টি এয়ারগান উদ্ধার

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে নিরলসভাবে কাজ করে...

ইসলামী আন্দোলনকে বাদ রেখেই জামায়াত জোটের জরুরি বৈঠক

আসন বণ্টন নিয়ে তীব্র টানাপোড়েনের মধ্যে জরুরি বৈঠক বসেছেন জামায়াতে ইসলামীসহ আস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা