কুড়িগ্রামের উলিপুরে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে তাওহিদী মুসলিম জনতার আয়োজনে মসজিদুল হুদা (বড় মসজিদ) সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। এতে মসজিদুল হুদার মুসুল্লি এবং উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
এ সময়ে আপডেট কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক মমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বালারচর ফাজিল মাদরাসার প্রভাষক আব্দুল আউয়াল, উলিপুর বহুমুখী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ইলিয়াস রহমান, ইসলামি আন্দোলন উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান, ইসলামি আন্দোলনের কর্মী নুর আলমসহ আরও অনেকে।
বক্তারা দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, “যে বাউল আবুল সরকার মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটূক্তি করেছে, তার দ্রুত বিচার ও ফাঁসির রায় কার্যকর করতে হবে।” তারা আরও বলেন, ভবিষ্যতে যারাই ইসলামকে নিয়ে কটূক্তি করবে—তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আমারবাঙলা/এসএ