নরসিংদীতে জেলা ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন অফিসের উদ্যোগে শীতার্ত ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার।
জেলা ত্রাণ, দুর্যোগ ও পুনর্বাসন অফিসের উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের নির্দেশে মাদ্রাসার শিক্ষার্থীসহ শীতার্ত অসহায় মানুষের মধ্যে নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার রাতে ঘুরে ঘুরে মানবতার ফেরিওয়ালা হিসেবে ইনসাফ কায়েম করতে সদর উপজেলার নরসিংদী রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
আসমা জাহান সরকার বলেন, ছিন্নমূল শীতার্ত মানুষের কথা চিন্তা করে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসা দরকার।
এ সময় সহযোগিতায় ছিলেন জেলা ত্রাণ, দুর্যোগ কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, নরসিংদী সদর উপজেলা মো. মনিরুল ইসলাম শোভন এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রশাসনিক কর্মকর্তা ফাতেমা আক্তার সুইটি।
আমারবাঙলা/আরপি