সারাদেশ

সুনামগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ নিহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন—সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রী আফসানা খুশী (১৭), যিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি তৌহিদ চৌধুরীর ভাগ্নী; সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৮); এবং সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৫০)। নিহত স্নেহা সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করে বাড়ি ফিরছিলেন। কিন্তু পথেই তার জীবনযাত্রার সমাপ্তি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি গাড়ি দ্রুত গতিতে বাহাদুরপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ, ডিবি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন।

এ ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে শোকাবহ পরিবেশ।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দীন বলেন, সুনামগঞ্জ-সিলেট মহাসড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রায় ৬৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি সরু এবং দুই লেন বিশিষ্ট হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আমি অবিলম্বে এই মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি জানাচ্ছি।

স্থানীয় বাসিন্দারা জানান, এ মহাসড়কে নিয়মিত দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের উদ্যোগ দৃশ্যমান নয়। সড়কটি সংস্কার ও প্রশস্তকরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

 পল্টনে আজ ৮ দলের যৌথ সমাবেশ

অভিন্ন পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা আট দল আজ মঙ্গলবার (১১ নভেম্ব...

ময়মনসিংহে বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত চালক নিহত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছ...

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল সাড়ে ৪ মাস

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্র...

১৩ নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির...

কঠোর নিরাপত্তায় ঢাকা, মোড়ে মোড়ে তল্লাশি

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্...

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

পে স্কেল বাস্তবায়নে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর...

আওয়ামী লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদে সুবর্ণচরে বিএনপির ‘বাজার লকডাউন'

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার খাসেরহাট বাজারে আওয়ামী লীগ নেতা আনিসুল হক জাহাঙ্গী...

মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায়...

জামায়াতের হাতে আওয়ামী লীগের বিচার আমি চাই না: তারেক রহমান

আ. লীগের চেয়ে জামায়াত হাজার গুনে অপরাধী বলে মন্তব্য করেছেন ‘আমজনতার দল&...

লাইফস্টাইল
বিনোদন
খেলা