দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

শিক্ষার্থীদের ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামানোর অভিযোগ: ট্রেন অবরোধ

দিনাজপুর প্রতিনিধি

আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত কর্মসূচি শেষে ফেরার পথে একতা এক্সপ্রেস ট্রেনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (১১ মে) সন্ধ্যায় দিনাজপুর স্টেশনে ট্রেন অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে রাত ৮টা ৫৫ মিনিটে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করে।

অভিযোগকারী শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ১৭ জন ছাত্র গত শনিবার ঢাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেন। রবিবার সকাল সোয়া ১০টায় তাঁরা একতা এক্সপ্রেসে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে টিটিই তাঁদের টিকিট দেখতে চাইলে শিক্ষার্থীরা জানান, তাড়াহুড়োতে টিকিট কাটার সুযোগ পাননি। বিকাশের মাধ্যমে ভাড়া পরিশোধের প্রস্তাব দিলেও টিটিই সিরাজগঞ্জ স্টেশনে তাঁদের ট্রেন থেকে নেমে বাসে যাওয়ার পরামর্শ দেন।

সিরাজগঞ্জ স্টেশনে আবার টিকিট চাওয়া হলে এক পুলিশ সদস্য এবং টিটিই ওয়াসিবুর রহমান শুভ শিক্ষার্থীদের ট্রেন থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। এতে রাসেল ইসলাম নামের এক শিক্ষার্থী পড়ে গিয়ে কনুইয়ে আঘাত পান। পরে তাঁরা পুনরায় ট্রেনে ওঠেন।

শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, আমরা ঢাকায় কেন গেছি, তা নিয়ে প্রশ্ন তুলে আমাদের সাথে অশোভন আচরণ করেছেন টিটিই এবং পুলিশ সদস্য। আওয়ামী লীগের দোসর, এটি পরিকল্পিত এবং রাজনৈতিক প্রভাবিত একটি ঘটনা। আমরা তাঁদের শাস্তি দাবি করি।

অভিযোগ অস্বীকার করে টিটিই ওয়াসিবুর রহমান বলেন, ট্রেন থেকে কাউকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেনি।

দিনাজপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান বলেন, শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষকদের সর্বাত্মক টানা কর্মবিরতি ঘোষণা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নকে কেন্দ্র করে ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষক...

রাজধানীতে ৩ বাসে অগ্নিসংযোগ, হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে তিনটি বাসে অগ্নিসংযোগ এবং ঢাকা...

মৌলভীবাজার পৌর বিএনপির দায়িত্বে কামাল

মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ দেশের বাইরে থাকায় তাঁর অনু...

বিষমিশ্রিত দানায় ৩৩৫ হাঁসের মৃত্যু, খামারির মাথায় হাত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিষমিশ্রিত ধান খেয়ে এক খামারির ৩৩৫টি হাঁস মারা গেছে...

শেখ হাসিনার মামলার রায় আজ

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শে...

ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষকদের সর্বাত্মক টানা কর্মবিরতি ঘোষণা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নকে কেন্দ্র করে ঢাকাস্থ ৭ কলেজের শিক্ষক...

নোয়াখালীতে র‍্যাবের বিশেষ টহল ও চেকপোস্ট জোরদার

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এ...

শেখ হাসিনা-কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি বাংলাদেশের আহ্বান

জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও...

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ৪

নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায়...

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমানের বাসায় প্রবেশ করে তাঁ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা