চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম নগরের বাদুরতলা ও চান্দগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাদুরতলা এলাকায় অবস্থিত মেসার্স আয়েশা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় চৌধুরী ড্রাগ হাউজে একই ধরনের অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অন্যদিকে চান্দগাঁও এলাকায় পরিচালিত অভিযানে হাসান বেকারিতে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির চিত্র উঠে আসে। অভিযানে দেখা যায়, প্যাকেটজাত খাদ্যপণ্যে ১৪ জানুয়ারির পণ্যে ১৮ জানুয়ারির উৎপাদন তারিখ উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। এ ছাড়া ইঁদুরের বিষ্ঠার ওপর খাদ্যসামগ্রী রাখা এবং পুরো উৎপাদন এলাকা ছিল চরমভাবে অপরিচ্ছন্ন। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় অবস্থিত আল হাসান বেকারি অ্যান্ড কনফেকশনারিতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য রক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তারা ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি খাদ্য ও ওষুধের মান নিশ্চিত করার আহ্বান জানান।
অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক করে দেওয়া হয় এবং ভবিষ্যতে একই ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
আমারবাঙলা/এনইউআ