ছবি: সংগৃহীত
বিনোদন
মিস ইন্টারন্যাশনাল ২০২৫

সেরা ইভনিং গাউনের খেতাব জিতলেন জেসিয়া

বিনোদন ডেস্ক

মিস ইন্টারন্যাশনাল ২০২৫-এর গ্র‍্যান্ড ফাইনালের সন্ধ্যায় ‘বেস্ট ইন ইভনিং গাউন’ খেতাব জিতেছেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। প্রতিযোগিতায় সেরা ২০-এ জায়গা করে নিতে পারেননি এই মডেল, তবে ক্যারিয়ারের মাত্র কয়েক বছরের মাথায় প্রথম সারির আন্তর্জাতিক বিউটি প্যাজেন্টে এই বিশেষ খেতাব তার বড় অর্জন।

জানা যায়, গালা রাউন্ডে জেসিয়ার পরনের কালো ইভনিং গাউনটি বানিয়েছেন সানায়া কতুরের সত্ত্বাধিকারী সানায়া চৌধুরী। তিনি মিস ইন্টারন্যাশনালের জন্য জেসিয়া ইসলামকে মোট ৭টি পোশাক দিয়েছেন।

সানায়া জানান, প্রায় এক মাস ধরে তৈরি করা হয়েছে জেসিয়ার ইভনিং গাউনটি। জেসিয়া মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর থেকেই এই গাউন নিয়ে কাজ করছেন তাঁরা।

স্টেটমেন্ট পিসটি শরীরের রেখা অনুসরণ করে তৈরি। স্লিম শিথ সিলুয়েটের ওপর বোনা হয়েছে কালো রুপালি গ্রিড টেক্সচার। সেখানে প্রতিটি ডায়মন্ড ফ্রেম হাতের সুক্ষ্ম কারুকাজে জ্বলজ্বল করে ওঠে। এর সঙ্গে যুক্ত হয়েছে পোশাকটির সবচেয়ে নাটকীয় বৈশিষ্ট্য- ত্রিমাত্রিক স্কাল্পচারড শোল্ডার উইং। এটি বক্ষরেখা থেকে কাঁধ ঘিরে ঢেউয়ের মতো উঠে গিয়ে পোশাকটিকে দিয়েছে ফিউচারিস্টিক বা ভবিষ্যতধর্মী এক স্থাপত্যিক সৌন্দর্য।

মাইক্রো-প্লিটেড অরগানজায় নির্মিত আলো-ছায়ার খেলা তৈরি করে লুকটিকে নিয়ে গেছে এক অন্য উচ্চতায়, যেখানে ফ্যাশন হয়ে ওঠে শিল্প আর অভিব্যক্তির ভাষা।

থাই হাই স্লিট, মিনিমাল স্ট্রাকচারিং ও হ্যান্ডক্রাফটেড এমবলিশমেন্ট ড্রেসটির সৌন্দর্যকে করে তুলেছে একইসঙ্গে দৃঢ়, মোহনীয়, ফিউচারিস্টিক আর আধুনিক।

পোশাকটির মূল অংশ কালো মেশ বেসের ওপর সিলভার সিকুইন গ্রিড প্যাটার্নে করা। প্রতিটি ডায়মন্ড ফ্রেমে আছে ছোট ক্রিস্টাল ও সিকুইন এমবলিশমেন্ট। এর ফলে এতে ক্রিস্টাল এনক্রাস্টেড টুইড এফেক্ট, যা আলোতে নাটকীয়ভাবে ঝিলমিল করে।

সানায়া বললেন, 'গাউনটির ফেব্রিকটাই খুব সুন্দর। ওয়্যারের (তার দিয়ে) কাজ করা হয়েছে। খুব সুন্দর করে শেপটা ওপর থেকে নিচ পর্যন্ত গেছে। জেসিয়া ক্রমাগত ওজন কমিয়েছে। আমরাও সেইসঙ্গে ফিটিংয়ের কাজ করেছি। কোথাও আধা ইঞ্চিও বেশি কাপড় নেই। ও যেদিন ফ্লাই করবে, সেদিনও ফিটিংয়ের কাজ করা হয়েছে। কারণ, ও অনেক ওজন কমিয়েছে।'

বাংলাদেশের এই লাক্সারি ফ্যাশন ডিজাইনার আরও জানান, স্কাল্পচারাল শোল্ডারের উইং স্ট্রাকচারটি তৈরি মাইক্রো-প্লিটেড ব্ল্যাক অরগানজা বা স্টিফ টিউল দিয়ে। এর ভেতরে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড বোনিং, হিট-শেপড কার্ভ সাপোর্ট। ওয়্যারে তৈরি উইংটি ডান দিকের বুক থেকে শুরু হয়ে পেছনে ঢেউয়ের মতো ঘুরে নেমে গেছে।

সানায়া যখন গাউনটি নিয়ে কাজ করছিলেন, তখন ভাবেননি যে এত বড় একটা আয়োজনে গুরুত্বপূর্ণ এই পুরস্কার আসবে বাংলাদেশে। কীভাবে জানলেন এই সুখবর? বললেন, 'গতকাল থেকে আমার জ্বর। তাই ফাইনাল দেখতে পারিনি। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি, জেসিয়ার মেসেজ। এভাবেই প্রথম জানলাম। তারপর অনেকেই অভিনন্দন জানাচ্ছেন।'

বেস্ট ইন ইভনিং গাউন' পুরস্কারটি দেওয়া হয় মূলত গাউনের ফেব্রিকের অভিনবত্ব, নকশার সৌন্দর্য, ফিটিংস আর প্রতিযোগী কত স্বাচ্ছন্দ্যে তা 'ক্যারি' করছেন, এসবের ওপর। জেসিয়া ও সানায়ার এই সম্মিলিত অর্জন নিঃসন্দেহে আন্তর্জাতিক বিউটি প্যাজেন্ট প্রতিযোগিতায় বাংলাদেশের একটি অনন্য অর্জন হয়ে থাকবে।

এর আগে মিস ইউনিভার্স এর চূড়ান্ত পর্বে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলার ইভনিং গাউনও সানায়া চৌধুরীর করা।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে জেলা প্রশাসকের গণশুনানি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছ...

কুষ্টিয়ায় রহস্যজনক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে চাম্পা (৪৫) নামে এক নারীর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করে...

জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকালে জ...

জমিসহ মমতাজের তিনটি বাড়ি জব্দ করার নির্দেশ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমিসহ...

ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ওয়েবসাইটে প্রকাশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবে...

আজ আমাদের দুই জীবন এক হলো: রাফসান সাবাব

প্রেমের গুঞ্জনকে সত্য করে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত কণ্ঠশিল্পী জ...

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা

‘বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম যদি আমরা লালন ও প্রতিপালন করি, তাহলেই তা...

প্রতীক ঘোষণার আগেই ‘দাঁড়িপাল্লা’তে ভোট! চট্টগ্রাম-১৫-এ জামায়াত প্রার্থী শোকজ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্...

বাগ হান্টে অংশ নিল সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং ক্লাবের তিন শিক্ষার্থী

বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাইবার নিরাপত্তা আয়োজন ‘দ্য বাগ হান্ট সি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা