ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের বন্যাদুর্গত পরিবারগুলোর মাঝে গবাদিপশু এবং শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়েছে। বুধবার আমিরাবাদ বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে জীবিকা পুনরুদ্ধারের সহায়তা হিসেবে একটি করে ছাগল দেওয়া হয়। পাশাপাশি এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
সহায়তা পেয়ে এক ক্ষতিগ্রস্ত পরিবার জানান, ‘চেয়ারম্যান আমাদের একটি ছাগল দিয়েছেন। এতে আমরা উপকৃত হব।’
অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা। উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। বক্তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকা স্বাভাবিক করা ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেন, ‘মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত একটি সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। অতীতের মতো ভবিষ্যতেও জনবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। মানবিক এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।
● আমারবাঙলা/এফএইচ