জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন।
প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন নিশো ও মেহজাবীন। তাঁরা অভিনয় করবেন একটি সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমায়, যার নাম ‘পুলসিরাত’। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা ভিকি জাহেদ। জানা গেছে, সিনেমাটির প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
সূত্র জানায়, শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির কাস্ট, গল্প এবং শুটিং সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হবে। সিনেমার প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ছবিতে দুই তারকার অভিনয় ও দর্শক আকর্ষণকে কেন্দ্র করে গল্প সাজানো হচ্ছে। এটি আগামী সময়ে বড় পর্দায় দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’-এর শুটিং শেষ করেছেন আফরান নিশো। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী বর্তমানে ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে কাজ করছেন, যেখানে তার বিপরীতে রয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।
নিশো-মেহজাবীন জুটির আকর্ষণ ছোট পর্দার জনপ্রিয়তার বাইরে বড় পর্দার ভক্তদেরকেও কাড়বে। সাসপেন্স-থ্রিলার ঘরানার এই সিনেমা নতুন ধরনের গল্প ও অভিনয়কে কেন্দ্র করে নির্মিত হওয়ায় দর্শকরা এতে নতুন ধরণের উত্তেজনা আশা করবে বলে মনে করা হচ্ছে।
আমারবাঙলা/এসএবি