ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দুই টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ‘ক্ষমা’ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানের প্রথা অনুসারে ‘গবল ও ওয়াডল’ নামের দুই টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দিয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ওয়াশিংটনে পরিচিত রোজ গার্ডেনের হাস্যোজ্জ্বল পরিবেশে ট্রাম্প এ বছরের থ্যাঙ্কসগিভিং অনুষ্ঠানে ডিনার টেবিলের মেন্যু হওয়ার হাত থেকে এই মুরগি দুটিকে বাঁচিয়ে দিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নর্থ ক্যারোলিনার একটি খামার থেকে আনা বিশাল সাদা পালকের এই দুটি মুরগির ওজন ছিল ৫০ পাউন্ডের বেশি (প্রায় ২৩ কেজি)। ক্ষমা পাওয়ার অনুষ্ঠানের আগের রাতে মুরগি দুটিকে হোয়াইট হাউসের কাছে বিলাসবহুল উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বিশেষ কামরায় রাখা হয়েছিল।

১৯৮৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ থ্যাংকস গিভিং অনুষ্ঠানে ডিনার টেবিলের জন্য বাছাই করা বিভিন্ন প্রাণীদের মধ্যে কয়েকটিকে ছাড় দেওয়ার প্রথা শুরু করেন। এই প্রথায় অংশ নিয়ে ট্রাম্প মজা করে বলেন, প্রথমে তিনি টার্কি দুটির নাম রাখতে চেয়েছিলেন চাক ও ন্যান্সি—যা ডেমোক্র্যাট নেতা চাক শুমার ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির নাম অনুসারে।


তবে পরে মত পাল্টে ট্রাম্প ব্যাখ্যা দেন, ওদের নাম ওভাবে রাখলে আমি তো তাদের ক্ষমাই করতাম না। ওই দুজনকে আমি কোনো দিনই ক্ষমা করব না। ট্রাম্প এ ছাড়া গত বছর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমাপ্রাপ্ত দুই টার্কি—পিচ ও ব্লসমকেও আবার ক্ষমা দেন। তিনি দাবি করেন, তার ডেমোক্রেটিক পূর্বসূরি নাকি স্বয়ংক্রিয় সাইনিং ডিভাইস ব্যবহার করেছিলেন, তাই ওই ক্ষমা নাকি অবৈধ, যদিও এই অভিযোগের কোনো ভিত্তি নেই।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনরত ট্রাম্প এখন পর্যন্ত ১ হাজার ৬০০ বারের বেশি ক্ষমা দিয়েছেন। এর মধ্যে রয়েছে ২০২০ সালের নির্বাচনে পরাজয় উল্টে দিতে তার প্রচেষ্টার সহযোগীদের ক্ষমা এবং ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলায় যুক্ত প্রায় ১ হাজার ৫০০ জনের ক্ষমা। আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে যখন জীবনযাত্রার ব্যয়ের চাপ সংবাদ শিরোনাম দখল করে আছে, তখন ট্রাম্প আবারও দাবি করেন, এ বছরের থ্যাঙ্কসগিভিংয়ের খাবারের খরচ আমেরিকানদের জন্য আরও সাশ্রয়ী হবে।

তিনি উল্লেখ করেন, ওয়ালমার্টের এক গবেষণায় গত বছরের তুলনায় খরচ ২৫ শতাংশ কম পাওয়া গেছে, যদিও এই হিসেবে কিছু বিকল্প উপাদান ব্যবহার করতে হয়েছে। অন্যদিকে আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশনের সাম্প্রতিক সমীক্ষা বলছে সাশ্রয় মাত্র ৫ শতাংশ, যেখানে মোট ব্যয় ৫৫.১৮ ডলার। এ বছর ক্ষমাপ্রাপ্ত গবল ও ওয়াডলের বাকি জীবন কাটবে নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির কৃষি কলেজে, বিষয়টি নিশ্চিত করেছে ন্যাশনাল টার্কি ফেডারেশন।

সূত্র: রয়টার্স

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কা...

কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি প্রার্থীর পোস্টারে ৮ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি মনোনীত এক সংসদ সদস্য প্রার্থ...

মৌলভীবাজারে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগ...

থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর মাইজদী শহরে থানার পাশে সুপার মার্কেটের নিলয় জুয়েলার্সে চুরির ঘটন...

লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক বছরে উদ্ধার ৬৭টি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন লোকালয় থেকে গত এক বছরে মোট ৬৭টি বন্যপ্...

পেকুয়ায় তিন দশকের পুরোনো বিএনপি অফিসে নতুন প্রাণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে প্রায় তিন দশক আগে প্রতিষ্ঠিত বিএনপ...

উত্তরা পূর্ব থানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার ২

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্...

মোরেলগঞ্জে প্রবাসীর জমি দখল ও জোরপূর্বক ধান কাটার অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের পৈত্রিক সম্পত্তির...

মনোহরদীতে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কা...

কুলাউড়ায় দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় সশস্ত্র ডাকাতির ঘটনায় পুলিশের তাৎক্ষণিক অভিযানে ডাকাত দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা