চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (১১ জানুয়ারি ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নগরীর ২ নম্বর গেইট সংলগ্ন নাসিরাবাদ এলাকায় অবস্থিত একটি রেস্টুরেন্ট ও কয়েকটি ওষুধের দোকানে অনিয়ম ধরা পড়ে। হালাল শেফ নামের একটি রেস্টুরেন্টে ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণ, ক্ষতিকর কেমিক্যাল রংমিশ্রিত মরিচ ব্যবহারসহ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় ফয়সাল মেডিকোকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১ হাজার ৫০০ টাকা এবং হীরা ফার্মাকে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নাসিরাবাদ হাউজিং এলাকায় অবস্থিত 7 Days নামের একটি খাবারের দোকানে অভিযান চালিয়ে রান্নাঘরে অননুমোদিত কেমিক্যাল রং ব্যবহার, বাসমতী চালের ওপর বিড়ালের বিচরণ, স্বাস্থ্যঝুঁকিপূর্ণ চপিং বোর্ড ব্যবহার এবং বিড়াল ও ইঁদুরের বিষ্ঠামিশ্রিত চাল দিয়ে খাবার রান্নার আলামত পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া একই এলাকায় শাহ আমীন সুপার শপকে অননুমোদিত পণ্য ও মূল্যবিহীন পণ্য বিক্রির দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আমারবাঙলা/এনইউআ