নিজস্ব প্রতিবেদক: বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় এবার বিদেশ থেকে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে আলু, দেশি পেঁয়াজ ও ডিম- এই ৩ পণ্যের দাম বেঁধে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে নির্ধারিত সেই দাম কখনোই কার্যকর করতে পারেনি সরকার। ফলে ক্রেতারা দেড় মাস ধরে বাড়তি দামেই এসব পণ্য কিনেছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশ থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেওয়ার হয়েছে। ব্যবসায়ীরা এখন থেকে আলু আমদানি করতে পারবে।
সম্প্রতি ভোক্তা অধিদফতরের আলুর বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদন আমদানির এ সুপারিশ করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী বলেন, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও দাম স্থিতিশীল রাখতে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ে আগ্রহী আমদানিকারদের আবেদন করার অনুরোধ জানানো হলো।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            