সংগৃহিত
খেলা

লঙ্কানদের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ এর আগে কখনোই টি-টোয়েন্টি ক্রিকেটে এত দ্রুত ছয় উইকেট হারায়নি। ৩২ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ অপেক্ষায় ছিল বড় হারের জন্য। সেখান থেকেই যেন ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করলেন রিশাদ। প্রথমে শেখ মেহেদি হাসানকে নিয়ে শুরু করলেন টিকে থাকার লড়াই। এরপর তাসকিন আহমেদের সঙ্গে আরেকটা বড় জুটি।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন এই লেগস্পিনার। তবে দলকে জেতানোর মত পর্যাপ্ত সময় হাতে ছিল না রিশাদের। বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন। তাতে নিশ্চিত হয়েছে বাংলাদেশের হারও। তাসকিন নিজেও চেষ্টা করেছেন। কিন্তু ব্যাটাররা যেদিন ব্যর্থ, সেদিন শেষের ঝড়টাও টাইগারদের দিতে পারেনি জয়ের সুবাস।

নুয়ান তুশারার হ্যাটট্রিক আর ৫ উইকেট শিকারের দিনে বাংলাদেশ আরও একবার স্বাদ পেল সিরিজ হারের। লঙ্কানদের বিপক্ষে আগে কখনোই সিরিজ জেতা হয়নি টাইগারদের। সিলেটে প্রথম ম্যাচে ৩ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে জয়। তৃতীয় ম্যাচে তাই প্রত্যাশার পারদ কিছুটা উঁচুতেই ছিল বাংলাদেশের জন্য। কিন্তু তুশারার কল্যাণেই জয় আসেনি বাংলাদেশের ভাগ্যে। ২৮ রানের জয় নিয়ে সিরিজ নিজেদের করল সফরকারী শ্রীলঙ্কা।

১৮০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটাই নড়বড়ে ছিল বাংলাদেশের জন্য। ইনিংসের প্রথম বলেই অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে আসে এলবিডব্লিউ-এর আবেদন। আম্পায়ার তা ফিরিয়ে দিলেও রিভিউ নেয় লঙ্কানরা। লিটন জীবন পান আম্পায়ার্স কলের সুবাদে। যদিও সেটা কাজে লাগাতে পারেননি এই ওপেনার। ১১ বলে ৭ রান করে ধনাঞ্জয়া ডি সিলভার বলে নিজের উইকেট হারান লিটন।

এরপরের পর্বটা কেবলই তুশারার। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম তুশারাকে বোলিংয়ে আনলেন অধিনায়ক হাসারাঙ্গা। মুহূর্তেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ধসে পড়ল তাসের ঘরের মতো। ওভারের দ্বিতীয় বলে নাজমুল হোসেন শান্ত, তৃতীয় বলে হৃদয় এবং চতুর্থ বলে মাহমুদউল্লাহকে ফিরিয়ে হ্যাটট্রিক তুলে নেন তুশারা। এখানেই থামেনি তার ধ্বংসযজ্ঞ। নিজের দ্বিতীয় ওভারে এসে ফিরিয়ে দিয়েছেন সৌম্য সরকারকেও।

হ্যাটট্রিক করার পথে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে তুশারা ফিরিয়েছেন দুর্দান্ত এক ইনসুইং ডেলিভারিতে। বেসামাল শান্ত অফ স্ট্যাম্প খুইয়েছেন তার ইনসুইংয়ে। এরপর হৃদয় এসে কিছু বুঝে ওঠার আগেই আউট হয়ে গেলেন। এবার দ্রুতগতির আউটসুইংয়ের পাশাপাশি ইয়র্কার দিয়েছেন তুশারা। বোল্ড হয়ে ফেরেন হৃদয়। মাহমুদউল্লাহ এসেও ভরসা হতে পারেননি। তুশারার আরেকটি আউটসুইং ডেলিভারিতে সাজঘরে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে ভাগ্যকে কিছুটা দুষতে পারেন তিনি। এলবিডব্লিউতে আউট হলেও ইম্প্যাক্ট ও উইকেট হিটিং দুটোতেই ছিল ‘আম্পায়ার্স কল’। অর্থাৎ আম্পায়ার যদি আউট না দিতেন তাহলে এলবি হতেন না মাহমুদউল্লাহ। সেক্ষেত্রে হ্যাটট্রিকও হতো না তুশারার।

এক ওভার পর আবার আঘাত হেনেছেন তুশারা। এবার তার শিকার হয়েছেন সৌম্য সরকার। আগের তিন উইকেটের মতো এবারেও সুইং আর গতিতেই পরাস্ত করেছেন টাইগার ওপেনারকে। দুই ওভারে দুই রান দিয়ে নিয়েছেন চার উইকেট। এবারের সিরিজে জাকের আলি অনিককে নিয়ে হইচই ছিল বেশ। তিনিও এদিন ব্যর্থ। অভিজ্ঞ লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বাড়তি স্পিনের বলটা ব্যাটে ছোঁয়াতে ব্যর্থ জাকের। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

শেখ মেহেদিকে নিয়ে এরপর রিশাদ চেষ্টা করেছেন ইনিংস মেরামতের। দুজনের জুটি ছিল ৪৪ রানের। পরাজয়ের ব্যবধান কমানোই ছিল লক্ষ্য। দুজনের কেউই ঝুঁকি নেননি। খেলতে চেয়েছেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। এরইমাঝে রিশাদ অবশ্য বড় শট খেলেছেন মাহিশ থিকসানার বলে। সেটাই আত্মবিশ্বাসের পালে দিয়েছে হাওয়া।

মেহেদি ছিলেন হাসারাঙ্গার দ্বিতীয় শিকার। সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন তিনি। বাংলাদেশের স্কোরবোর্ডে ৭৬ রানে নেই ৭ উইকেট। দলীয় শতরান পার হওয়া নিয়েই ছিল শঙ্কা। তবে সেখান থেকে পথ দেখালেন তাসকিন-রিশাদ। ২১ বলে দুজনে তুললেন ৪১ রান। বড় শট খেলে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন দুজনে। সেটায় সফলও হয়েছেন।

রিশাদ পেয়েছেন ফিফটি। সফরকারী বোলারদের নাভিশ্বাস তুলে ঝোড়ো ব্যাটিংয়ে তিনি ফিফটি করেছেন। টাইগারদের হারের ব্যবধান কমিয়ে তিনি ফিরেছেন ৩০ বলে ৫৩ রান করে। বিধ্বংসী এই ইনিংস খেলতে ৭টি ছয় হাঁকিয়েছেন রিশাদ। আর তাতেই দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছয়ের রেকর্ড তিনি নিজের দখলে নিয়ে নিলেন। চলতি সিরিজেই সেই রেকর্ডটি নতুন করে লিখিয়েছিলেন জাকের আলি অনিক। অভিষেক ইনিংসেই তিনি ৬ ছক্কা হাঁকান। যা ছিল টাইগারদের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। সেটাই আজ ভেঙে দিলেন স্পিন অলরাউন্ডার রিশাদ।

তার আউটের পর বাংলাদেশের হয়ে লড়াই জিইয়ে রেখেছিলেন তাসকিন। ২১ বলে ৩ চার আর ২ ছক্কায় করেছেন ৩১ রান। পরাজয়ের ব্যবধানটাও কমিয়েছেন তাতে। শেষ ব্যাটার হিসেবে যখন আউট হয়েছেন, তখন বাংলাদেশের স্কোর ১৪৬। টাইগারদের পরাজয় ২৮ রানে।

ম্যাচের শুরুতে টস জিতে সফরকারী শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেটের দেখা পেলেও এদিন টাইগার বোলারদের ভুগিয়েছেন কুশাল মেন্ডিস। তার ৮৬ রানের ইনিংস সফরকারীদের দিয়েছেন লড়াকু এক পুঁজি। কুশাল ছাড়া বড় রান করা হয়নি কারোরই। তবে দলীয় স্কোর ঠিকই চলে যায় ১৭৪ পর্যন্ত। বাংলাদেশের বিপক্ষে ২৮ রানের জয়ে এদিন সিরিজ জয় নিশ্চিত করেছে লঙ্কানরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

কুষ্টিয়া ও দৌলতপুর সীমান্তে ২ কোটি ৬১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বি...

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ প্রার্থী

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নার...

মহান বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূ...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবি’র ইন্স...

১১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল চসিক

বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন সিটি কর্প...

চট্টগ্রামে মাদক ও ছিনতাই চক্রের সাত সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল অভি...

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে আজ সোমবার (১৬ ডিসেম্...

মহান বিজয় দিবসে বান্দরবান পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান পার্...

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের প্রীতিভোজ

মহান বিজয় দিবস–২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা