অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম নিশ্চিত করেছেন, ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে। শুক্রবার দিবাগত রাত ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি জানান, ‘জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’
মাহফুজ আরও বলেন, ‘জুলাই ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এর দ্রুত বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।’
অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। খসড়ার একটি কপি প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে পাঠানো হয়েছে মতামত গ্রহণের জন্য।
সরকারের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আগস্টের ৫ তারিখের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করবেন বলে পরিকল্পনা রয়েছে।
আমারবাঙলা/এফএইচ