ছবি: সংগৃহীত
প্রবাস

প্রবাসীদের রেমিটেন্স শাট ডাউনের হুমকি

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সিদ্ধান্তে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী অধিকার পরিষদ।

গতকাল ৩০ অক্টোবর বুকিত বিনতাংয়ের রেস্টুরেন্ট পিঠাঘরে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ডিআইপির এমন সিদ্ধান্তকে হটকারি হিসেবে উল্লেখ করা হয়েছে। এমন সিদ্ধান্তে প্রবাসীরা রেমিটেন্স শাট ডাউনের মতো সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলে মন্তব্য করেন।

তারা বলেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের একদিনের নোটিশে এমআরপি পাসপোর্টের পরিবর্তে ই-পাসপোর্ট গ্রহণে বাধ্যতামূলক করা এবং মেশিন রিডেবল পাসপোর্ট বন্ধ ঘোষণা করায় ফুঁসে উঠেছে মালয়েশিয়াস্থ প্রবাসী বাংলাদেশীরা। প্রবাসীদেরকে বিপদে ফেলে এমন হটকারি সিদ্ধান্ত গ্রহণ কাদের সুবিধার্থে সেই প্রশ্ন রাখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বেআইনিভাবে বিনা টেন্ডারে মালয়েশিয়াস্থ থার্ডপার্টি অফিস ইএসকেএল এবং হাইকমিশনের কিছু কর্তাব্যক্তিদের সমন্বয়ে এমন জটিলতা তৈরি হয়েছে। যার ফলশ্রুতিতে সাধারণ প্রবাসীদের ক্ষেপিয়ে তুলছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে প্রবাসীরা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছেন দেশে-বিদেশে দায়িত্বে থাকা কিছু সচিব। আর বেশিদিন নেই প্রবাসীরাও এই সরকারের সমালোচনা শুরু করবে। যার অন্যতম কারণ এমআরপি পাসপোর্ট বন্ধ, জোরপূর্বক ই-পাসপোর্ট গ্রহণে বাধ্যতা করা এবং কৌশলে এমআরপি পাসপোর্ট ছাপা বন্ধ রাখা। এটি হতে পারে প্রবাসীদের হ্মেপানোর কৌশল!

সঠিক সময়ে পাসপোর্ট না পেয়ে মালয়েশিয়ার বহু প্রবাসী অবৈধ হওয়ার পথে। যারা প্রথম ই-পাসপোর্ট বানাবেন তাদের জন্য ই-পাসপোর্ট ঠিক আছে। কিন্তু প্রবাসীদের জন্য কৌশলে এমআরপি সর্টেজ দেখিয়ে ই-পাসপোর্ট বাধ্যতামূলক করা প্রবাসী ও রেমিট্যান্স উভয়ের উপর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন প্রবাসীরা।

এছাড়া অনেক প্রবাসী বাংলাদেশী আছেন যাদের এনআইডি বা জন্মনিবন্ধনের সাথে এমআরপি পাসপোর্ট এর তথ্য মিল নেই। কারও বয়সের সাথে বা নামের সাথে অমিলসহ নানাবিধ সমস্যা আছে।

প্রবাসীরা বলেন, এই সরকারকে সফল হতে হলে ফ্যাসিস্ট সরকারের দোসরসহ ওইসব সচিবকে দ্রুত পরিবর্তন করতে হবে। মালয়েশিয়ায় পাসপোর্ট এর জন্য হাহাকার শুরু হয়েছে। কিন্তু এই হাহাকার কেন বা কাদের জন্য হয়েছে সেটা তদন্তের দাবি জানান তারা।

লিখিত বক্তব্যে বক্তারা বলেন, “মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরের পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ বাতিল হলেও তিনি এবং তার সহযোগিরা এখনও বহাল তবিয়তে আছেন হাইকমিশনে। তাকে দ্রুত বাংলাদেশে ফেরত নিয়ে আইনের আওতায় আনার দাবি জানাই।”

তারা আরো বলেন, অনেকদিন ধরে হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংকে একটি অকার্যকর ও অপ্রয়োজনীয় উইং স্বরূপ প্রমাণ করে মিশন থেকে পাসপোর্ট ও ভিসা উইংয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ করে পাসপোর্ট ও ভিসা সার্ভিস ফ্যাসিস্ট সরকারের দোসরদের আউট সোর্সিং প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

প্রবাসীরা বলেন “খাস্তগীর সাবেক ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ট যে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফ্যাসিস্ট হাসিনা সরকারকে খুশি করতে কাজাং থানায় মামলা করেন এবং আন্দোলনের সাথে জড়িতদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত গ্রহণে দ্রুত পদক্ষেপ নিতে বলেন।”

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের এমন আত্মঘাতি সিদ্ধান্ত লাখ লাখ প্রবাসীকে অবৈধ বানিয়ে ফেলবে বলে প্রবাসীদের ধারণা। এবং অবৈধ হয়ে গেলে দেশে রেমিটেন্সের উপর বিরাটাংশে প্রভাব পড়বে। এছাড়া দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মালয়েশিয়াস্থ প্রবাসী বাংলাদেশীদের অগ্রণী ভূমিকা রয়েছে।

“বৈষম্য বিরোধী আন্দোলনের সময় অন্যান্য দেশের সাথে মালয়েশিয়ায়ও প্রবাসীরা রেমিটেন্স শাট ডাউনের ঘোষণা করে বন্ধ রেখেছিল। ডিআইপির এমন হটকারী সিদ্ধান্ত বন্ধ না করলে আবারও মালয়েশিয়ায় প্রবাসীরা রেমিটেন্স শাট ডাউনের মতো সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। এ জন্য অনতিবিলম্বে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের এমন সিদ্ধান্ত থেকে সরে আসার জোর দাবি জানাই।” বলেন প্রবাসীরা।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদের সভাপতি শাহাজান মিথুন, মো: জাহিদ হাসান, সহসভাপতি, ফয়সাল শেখ, সহসভাপতি আমির হোসেন, সহসভাপতি মবিন, সাধারণ সম্পাদক এইচএম হাসান, অর্থ সম্পাদক শিমুল শেখ প্রমুখ।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি ফায়দা হাসিল করতে নরসিংদী জেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ম...

ভৈরব নদীর পানিতে ডুবে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ

চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষকদের কৃষিকাজে সেচ, মৎস্য চাষ বৃূ্দ্ধি ও এলা...

চূড়ান্ত পর্যায়ে জুলাই জাতীয় সনদ, ঐকমত্যের পথে কঠিন বাঁধা

জুলাই গণ-অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট ‘জুলাই জাতীয় সনদ&r...

৫ আগস্টের আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে : মাহফুজ আলম

৫ আগস্ট বা এর আগেও জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্র...

 ইউনিয়ন পরিষদে তালা, বিএনপি নেতাসহ আটক ৬

‎ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে সচিবকে জোরপূর...

 ইউনিয়ন পরিষদে তালা, বিএনপি নেতাসহ আটক ৬

‎ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে সচিবকে জোরপূর...

নারায়ণগঞ্জে ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের দাতা সড়ক এলাকায় স্থানীয়দের উদ্যো...

রাজনৈতিক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজনীতি ফায়দা হাসিল করতে নরসিংদী জেলা বিএনপির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ম...

ভৈরব নদীর পানিতে ডুবে গেছে হাজার হাজার বিঘা ফসলের মাঠ

চুুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃষকদের কৃষিকাজে সেচ, মৎস্য চাষ বৃূ্দ্ধি ও এলা...

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা