ছবি: সংগৃহীত
প্রবাস

প্রবাসীদের রেমিটেন্স শাট ডাউনের হুমকি

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সিদ্ধান্তে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী অধিকার পরিষদ।

গতকাল ৩০ অক্টোবর বুকিত বিনতাংয়ের রেস্টুরেন্ট পিঠাঘরে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ডিআইপির এমন সিদ্ধান্তকে হটকারি হিসেবে উল্লেখ করা হয়েছে। এমন সিদ্ধান্তে প্রবাসীরা রেমিটেন্স শাট ডাউনের মতো সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলে মন্তব্য করেন।

তারা বলেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের একদিনের নোটিশে এমআরপি পাসপোর্টের পরিবর্তে ই-পাসপোর্ট গ্রহণে বাধ্যতামূলক করা এবং মেশিন রিডেবল পাসপোর্ট বন্ধ ঘোষণা করায় ফুঁসে উঠেছে মালয়েশিয়াস্থ প্রবাসী বাংলাদেশীরা। প্রবাসীদেরকে বিপদে ফেলে এমন হটকারি সিদ্ধান্ত গ্রহণ কাদের সুবিধার্থে সেই প্রশ্ন রাখতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বেআইনিভাবে বিনা টেন্ডারে মালয়েশিয়াস্থ থার্ডপার্টি অফিস ইএসকেএল এবং হাইকমিশনের কিছু কর্তাব্যক্তিদের সমন্বয়ে এমন জটিলতা তৈরি হয়েছে। যার ফলশ্রুতিতে সাধারণ প্রবাসীদের ক্ষেপিয়ে তুলছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে প্রবাসীরা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছেন দেশে-বিদেশে দায়িত্বে থাকা কিছু সচিব। আর বেশিদিন নেই প্রবাসীরাও এই সরকারের সমালোচনা শুরু করবে। যার অন্যতম কারণ এমআরপি পাসপোর্ট বন্ধ, জোরপূর্বক ই-পাসপোর্ট গ্রহণে বাধ্যতা করা এবং কৌশলে এমআরপি পাসপোর্ট ছাপা বন্ধ রাখা। এটি হতে পারে প্রবাসীদের হ্মেপানোর কৌশল!

সঠিক সময়ে পাসপোর্ট না পেয়ে মালয়েশিয়ার বহু প্রবাসী অবৈধ হওয়ার পথে। যারা প্রথম ই-পাসপোর্ট বানাবেন তাদের জন্য ই-পাসপোর্ট ঠিক আছে। কিন্তু প্রবাসীদের জন্য কৌশলে এমআরপি সর্টেজ দেখিয়ে ই-পাসপোর্ট বাধ্যতামূলক করা প্রবাসী ও রেমিট্যান্স উভয়ের উপর বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন প্রবাসীরা।

এছাড়া অনেক প্রবাসী বাংলাদেশী আছেন যাদের এনআইডি বা জন্মনিবন্ধনের সাথে এমআরপি পাসপোর্ট এর তথ্য মিল নেই। কারও বয়সের সাথে বা নামের সাথে অমিলসহ নানাবিধ সমস্যা আছে।

প্রবাসীরা বলেন, এই সরকারকে সফল হতে হলে ফ্যাসিস্ট সরকারের দোসরসহ ওইসব সচিবকে দ্রুত পরিবর্তন করতে হবে। মালয়েশিয়ায় পাসপোর্ট এর জন্য হাহাকার শুরু হয়েছে। কিন্তু এই হাহাকার কেন বা কাদের জন্য হয়েছে সেটা তদন্তের দাবি জানান তারা।

লিখিত বক্তব্যে বক্তারা বলেন, “মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীরের পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ বাতিল হলেও তিনি এবং তার সহযোগিরা এখনও বহাল তবিয়তে আছেন হাইকমিশনে। তাকে দ্রুত বাংলাদেশে ফেরত নিয়ে আইনের আওতায় আনার দাবি জানাই।”

তারা আরো বলেন, অনেকদিন ধরে হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংকে একটি অকার্যকর ও অপ্রয়োজনীয় উইং স্বরূপ প্রমাণ করে মিশন থেকে পাসপোর্ট ও ভিসা উইংয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ করে পাসপোর্ট ও ভিসা সার্ভিস ফ্যাসিস্ট সরকারের দোসরদের আউট সোর্সিং প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

প্রবাসীরা বলেন “খাস্তগীর সাবেক ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ট যে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফ্যাসিস্ট হাসিনা সরকারকে খুশি করতে কাজাং থানায় মামলা করেন এবং আন্দোলনের সাথে জড়িতদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত গ্রহণে দ্রুত পদক্ষেপ নিতে বলেন।”

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের এমন আত্মঘাতি সিদ্ধান্ত লাখ লাখ প্রবাসীকে অবৈধ বানিয়ে ফেলবে বলে প্রবাসীদের ধারণা। এবং অবৈধ হয়ে গেলে দেশে রেমিটেন্সের উপর বিরাটাংশে প্রভাব পড়বে। এছাড়া দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মালয়েশিয়াস্থ প্রবাসী বাংলাদেশীদের অগ্রণী ভূমিকা রয়েছে।

“বৈষম্য বিরোধী আন্দোলনের সময় অন্যান্য দেশের সাথে মালয়েশিয়ায়ও প্রবাসীরা রেমিটেন্স শাট ডাউনের ঘোষণা করে বন্ধ রেখেছিল। ডিআইপির এমন হটকারী সিদ্ধান্ত বন্ধ না করলে আবারও মালয়েশিয়ায় প্রবাসীরা রেমিটেন্স শাট ডাউনের মতো সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। এ জন্য অনতিবিলম্বে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের এমন সিদ্ধান্ত থেকে সরে আসার জোর দাবি জানাই।” বলেন প্রবাসীরা।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদের সভাপতি শাহাজান মিথুন, মো: জাহিদ হাসান, সহসভাপতি, ফয়সাল শেখ, সহসভাপতি আমির হোসেন, সহসভাপতি মবিন, সাধারণ সম্পাদক এইচএম হাসান, অর্থ সম্পাদক শিমুল শেখ প্রমুখ।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

সুপার ফোরে যেতে যে সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কাকে প্রায় হারিয়েই দিয়েছিল হংকং। জ...

বগুড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তার কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা...

যেখানেই থাকুন, হামাস নেতারা রেহাই পাবেন না: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কাতারে গত সপ্তাহের হামলা...

হাসপাতালে ভর্তির পর ডেঙ্গুতে এক দিনে ৫০% মৃত্যু

চলতি বছর দেশে প্রায় ৫০ শতাংশ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার...

আজ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রা...

গুদামে নিম্নমানের চাল নিয়ে তোলপাড় রাজশাহী খাদ্য বিভাগে 

রাজশাহীতে খাদ্য বিভাগের দুটি গুদামে নিম্নমানের চাল পাওয়া গেছে। সর্বশেষ মঙ্গলব...

তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির...

ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী

আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাট...

২৬ সেপ্টেম্বর থেকে টানা ১২ দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে শুরু হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা