নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবি, দ্রব্যমূল্যের দাম কমানো, সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি এম এ সামাদ বলেছেন, দেশে গণতন্ত্র নেই। আজ জনগণ আতঙ্কিত একদলীয় ভয়াবহ ফ্যাসিবাদী দুঃশাসনে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এলেও ২০১৪ - ২০১৮ ভোট ডাকাতি করে বলপূর্বক রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে।
এ সরকার দেশে গণতন্ত্র হত্যা করে একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। দেশে গুম, খুন, চাঁদাবাজী, কালোবাজারী সিন্ডিকেট লুটপাট দুর্নীতি অর্থপাচার চলছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে চাল ও ডালসহ সব নিত্যপণ্যের দাম । বিশেষ করে নিম্ন আয়ের মানুষগুলো আজ দিশেহারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক সাহিদুর রহমান, সদস্য মোস্তফা আল খালিদ, সামছুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, প্রচার সম্পাদক তারেক ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে পল্টন মোড় হয়ে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            