সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে অবস্থান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে সাড়ে ৩টার দিকে গুলশানের নিজ বাসা থেকে সেনাবাহিনীর প্রটোকলে সেনানিবাসের উদ্দেশে রওনা হন তিনি। এ সময় তার গাড়ির সামনে ছিল মিলিটারি পুলিশের পাইলট কার ও পেছনে সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্স।
বেগম খালেদা জিয়ার সঙ্গে তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনও রয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন।
ইতমধ্যে সেনানিবাসে পৌঁছে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির আরও অনেক নেতা।
সেনাকুঞ্জে আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবেই বিকাল ৪টায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস থাকবেন প্রধান অতিথি।
রাজনৈতিক নেতাসহ, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। সবশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, তখন তিনি বিরোধী দলীয় নেত্রি ছিলেন। এরপর আর কখনো তিনি সেনাকুঞ্জে যাননি।
.
আমার বাঙলা/এসএইচ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            