আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’ আজ সন্ধ্যার পর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে কলকাতা আলিপুর আবহাওয়া অধিদফতর।
রোববার (২৬ মে) সকালে আলিপুর দফতর জানায়, ‘রেমাল’ ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়ে আসছে। এটি সন্ধ্যার পর পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ ও বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়ার মধ্য দিয়ে স্থলভাগের ওপর আঘাত হানতে পারে।
এসব এলাকায় ঘণ্টায় ১১০-১২০ কিমি গতিতে বাতাস বয়ে যেতে পারে এবং একপর্যায়ে তা বেড়ে ১৩৫ কিমি পর্যন্ত হতে পারে।
রেমালের কারণে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় দমকা বাতাসের পাশাপাশি বৃষ্টি শুরু হয়েছে। এসব এলাকায় সোমবার (২৭ মে) ও মঙ্গলবারের (২৮ মে) জন্য ‘রেড অ্যালার্ট’ বা লাল সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়টির কারণে কলকাতা বিমানবন্দরে ২১ ঘণ্টা বিমান ওঠা-নামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে বহু আন্তর্জাতিক ফ্লাইটসহ প্রায় ৪০০টি ফ্লাইট বাতিল হয়েছে।
এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে আজ দুপুর ১২টা থেকে আগামীকাল সকাল ৯টা পর্যন্ত ২১ ঘণ্টা পরিষেবা বন্ধ ঘোষণা করেছে কলকাতা বিমানবন্দর।
এছাড়া শিয়ালদহ দক্ষিণ ও বারাসাত-হাসনাবাদ শাখায় আজ রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            