আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের একটি আদালত সোমবার দেশটিতে সবচেয়ে বড় মাদক পাচারের একটি মামলার রায়ে নয়জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন।
ভিএন এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সাজাপ্রাপ্তদের ২০২২ সালে লাওস থেকে ভিয়েতনামে ১০৫ কেজি মেথামফেটামিন ও হেরোইন পাচারের মামলায় দোষী সাব্যস্ত করে এই রায় দেওয়া হয়েছে।
রয়টার্স জানিয়েছে, ভিয়েতনামে বিশ্বের সবচেয়ে কঠিন মাদক আইন রয়েছে। যেখানে যেকেউ ১০০ গ্রাম বা তার বেশি হেরোইন, মেথামফেটামিন, কোকেন বা অ্যামফিটামিন পাচারের জন্য দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে হয়।
এরপরও দেশটিতে ব্যাপকভাবে মাদকপাচারের ঘটনা ঘটছে। ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত বছর ২৬ হাজার ৪৬৯টি মামলায় ৪১ হাজার ৪০০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যা ২০২২ সালে ৩৬ হাজার গ্রেপ্তার ও ২৪ হাজার মামলার ঘটনা চেয়ে বেশি।
গত বছরের নভেম্বরে, দেশটির হো চি মিন শহরের একটি আদালত ২০২০ সালে কম্বোডিয়া থেকে ২১৬ কেজি মাদক ভিয়েতনামে নিয়ে যাওয়ার অভিযোগে একটি ট্রান্স-ন্যাশনাল মামলায় দুই দক্ষিণ কোরিয়ান ও একজন চীনা নাগরিকসহ মোট ১৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            