আন্তর্জাতিক নদী কৃত্য দিবস ২০২৫ পালন করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ)সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে মানববন্ধন ও পথসভার আয়োজন করে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) কিশোরগঞ্জ জেলার আয়োজনে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ মানববন্ধন ও পথাসভায় সভাপতিত্ব করেন একেএম আব্দুল কাদির হিরু। আমাদের নদী; আমাদের ভবিষ্যত এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ পথ সভায় বক্তব্য রাখেন, বাপা সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল, কার্যকরী সদস্য আব্দুর রহমান রুমি, আক্তারুজ্জামান রিপন, চন্দ্রা রাণী সরকার, সাংবাদিক খায়রুল ইসলাম, কাওসার আহমেদ টিটু, রুহুল আমিন, লুৎফুল কবীর, শিল্পী আবুল কালাম প্রমুখ।
বাপা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল বলেন, কিশোরগঞ্জ জেলায় ৪৩ টি নদী রয়েছে। এর মধ্যে নরসুন্ধা অন্যতম। যা কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত। এরকম শহর বাংলাদেশে খুবই কম রয়েছে। আর এ সুযোগে কিছু সংখ্যক দুষ্ট প্রকৃতির লোকের কু- নজরে দখল দূষণে মৃত প্রায় নরসুন্ধা । তিনি সিএস মূলে নদীর সীমানা নির্ধারণ করে এ দখল দূষণ থেকে এ নদীকে রক্ষা করতে নদী রক্ষা কমিশনের কাছে দাবী রাখেন। সভাপতির বক্তব্যে আব্দুল কাদির হিরু বলেন, আমরা সংখ্যায় কম হলেও সকল জনগোষ্ঠীর ভাবনা এক। নদীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে আমাদের এ আয়োজন।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            