বিজয় ভার্মার সঙ্গে ব্যক্তিগত জীবনের চরম উত্থান-পতনের মধ্যেও তামান্না ভাটিয়ার ফিল্মি জীবন যেন উজ্জ্বল রূপই নিয়েছে। ২০২৫ সালে ‘আজ কি রাত’ আইটেম নম্বর দিয়ে ঝড় তোলার পর ২০২৬ সালেও অভিনেত্রীকে দেখা যাবে একাধিক বড় প্রজেক্টে—এবার শুধুমাত্র আইটেম নম্বর নয়, মুখ্য চরিত্রেও।
সম্প্রতি তামান্না ভাটিয়ার লাইভ পারফরম্যান্স নিয়েও সারা বিনোদন দুনিয়া উত্তাল। খবর অনুযায়ী, বর্ষবরণের রাতে গোয়ার বাগা বিচে আয়োজন করা এক কনসার্টে মাত্র ছয় মিনিটের জন্য পারফর্ম করেছিলেন তামান্না। কিন্তু পারফরম্যান্সের দৈর্ঘ্য যতই কম হোক, দর্শক উপস্থিতি ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
বিনোদন সূত্রে জানা গেছে, ৬ কোটি রুপি নিয়েছিলেন তিনি—অর্থাৎ মিনিট পিছু পারিশ্রমিক দাঁড়াল এক কোটি রুপি! এই তথ্য প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়া ও বিনোদন মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ বিষয়টিকে অত্যধিক মনে করছেন, আবার কেউ বলছেন, বর্তমান সময়ে তামান্নার জনপ্রিয়তা ও চাহিদার বিচারে পারিশ্রমিক যথাযথ।
বিশেষজ্ঞদের মতে, ‘স্ত্রী ২’ ছবিতে আইটেম নম্বরের বিপুল সাফল্যের পর তামান্না নিজের পারিশ্রমিক বাড়ানোর দাবি তুলেছিলেন। সিনেমার ক্ষেত্রে সেই দাবি বাস্তবায়িত হলেও লাইভ পারফরম্যান্সে এত বড় অঙ্ক নেওয়া প্রথম নজরে অবাক করার মতো।
তবে কনসার্ট আয়োজকদেরও মাথায় হাত—কারণ জনপ্রিয়তার সঙ্গে পারিশ্রমিকের ভারসাম্য বজায় রাখা এখন চ্যালেঞ্জের। বিষয়টিকে কেন্দ্র করে মিডিয়ায় আলোচনা ছড়িয়েছে, কেউ বলছেন, এই পারিশ্রমিক তামান্নার ব্র্যান্ড ভ্যালু, ভক্তদের সংখ্যা ও মিডিয়া প্রভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
নাটকীয় অঙ্গটি হলো—ছয় মিনিটের পারফরম্যান্সে যে পরিমাণ দর্শক ও মিডিয়ার মনোযোগ তৈরি হলো, তা অনেক বড় সিনেমার থেকেও কম নয়। বিশ্লেষকরা বলছেন, “আজকের সময়ের বিনোদন জগতেও লাইভ পারফরম্যান্সে এত বড় রিটার্ন পাওয়া সম্ভব। তামান্না ভাটিয়ার জনপ্রিয়তা ও পারিশ্রমিক এই প্রমাণ।”
অতএব, বর্তমানে তামান্নার নাম ঘিরে যেমন আলোচনা তুঙ্গে, তেমনই আয়োজনকারীদেরও মাথায় প্রশ্ন—জনপ্রিয়তা এবং পারিশ্রমিকের ভারসাম্য কোথায় স্থির হবে, সেটা এখন দেখার বিষয়।
আমারবাঙলা/এসএবি