ফাইল ছবি
অপরাধ

‘সারপ্রাইজ গিফট’ হিসেবে বন্ধুর ঠিকানায় ‘ম্যাজিক মাশরুম’ মাদক আনেন যুবক

আমার বাঙলা ডেস্ক

মালয়েশিয়ায় এ লেভেল এবং ও লেভেল সম্পন্ন করেন বাংলাদেশি তরুণ কাজী মারুফুল ইসলাম রাজ। এর পর তিনি ইংল্যান্ডে যান ‘ব্যারিস্টার অ্যাট ল’ পড়তে। তবে পড়া শেষ না করেই চলতি বছর দেশে ফিরে আসেন তিনি। বিদেশে থাকতেই তিনি ম্যাজিক মাশরুম ও টেট্রাহাইড্রো ক্যানাবিনলযুক্ত (টিএইচসি) মাদক কুশের সঙ্গে পরিচিত হন। দেশে ফেরার পর এসব মাদক আমদানি ও বিক্রি শুরু করেন তিনি।

সম্প্রতি তার একটি মাদকের চালান জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। চালানটি আনা হয় তার এক বন্ধুর নামে। যদিও সেই বন্ধু জানতেন, বিদেশ থেকে তার জন্য ‘সারপ্রাইজ গিফট’ আসছে। উপহারের নামে বাক্সে যে মাদক আনা হয়েছে, সেটি তিনি জানতেন না বলে দাবি করেছেন।

ডিএনসি ঢাকা মহানগর উত্তরের উপপরিচালক শামীম আহম্মেদ জানান, ডাক বিভাগের মাধ্যমে থাইল্যান্ড ও কানাডা থেকে আনা হয় মাদকের চালান। দেশে কম প্রচলিত এই মাদক মূলত অভিজাত শ্রেণির তরুণ-যুবকদের মধ্যে জনপ্রিয়। এবারের অভিযানে জব্দ মাদকের মধ্যে রয়েছে- এক কেজি ৪০ গ্রাম কুশ, ৬০ গ্রাম টিএইচসিযুক্ত ক্যান্ডি, ৩৮ গ্রাম তরল ক্যানাবিনয়েডস, ১৮ গ্রাম ম্যাজিক মাশরুম, সাড়ে ৮ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ এবং মাদক বিক্রির এক লাখ পাঁচ হাজার টাকা।

গ্রেপ্তাররা হলেন– কাজী মারুফুল ইসলাম রাজ, তার সহকারী ইসমাইল বেপারী এবং দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব নঈম।

ডিএনসি সূত্র জানায়, ধনাঢ্য পরিবারের সন্তান রাজ। তার মা যুক্তরাষ্ট্র এবং বাবা দুবাইয়ে থাকেন। তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। এ কারণে ইংল্যান্ডে লেখাপড়ার খরচ চালাতে গিয়ে রাজ সমস্যায় পড়েন। সেখানে তিনি পড়ালেখার পাশাপাশি কিছু কাজ করার চেষ্টা চালান। এক পর্যায়ে পড়ালেখা ছেড়ে দেশে ফিরে আসেন। এখানে দেখতে পান, বন্ধুদের অনেকেই কুশ ও ম্যাজিক মাশরুমের মতো মাদকে আসক্ত। তিনি নিজেও বন্ধুদের সঙ্গে মাঝেমধ্যে সেবন করেন। এরপর এসব মাদক আমদানির উপায় খুঁজতে থাকেন। এক পর্যায়ে থাইল্যান্ডে বেড়াতে গিয়ে এর নেটওয়ার্কের খোঁজ পান। তখনই তিনি সব ব্যবস্থা করেন। এর পর ডাক বিভাগের বৈদেশিক শাখার মাধ্যমে তার কাছে আসতে থাকে মাদকের চালান। গুলশানে মায়ের ফ্ল্যাটে থাকেন রাজ। সেখানেই মজুত করেন এসব মাদক। মোবাইল ফোনের বিভিন্ন সুরক্ষিত অ্যাপের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ হতো। পরে কৌশলে তাদের কাছে মাদক পৌঁছে দেওয়া হতো।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএনসি উত্তরের সহকারী পরিচালক রাহুল সেন বলেন, চালানটি জব্দের পর সেটির প্রাপকের ফোন নম্বরের সূত্র ধরে ৪ ডিসেম্বর সাকিব নঈমকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি জানান, তার বন্ধু রাজ একটি উপহার পাঠানোর নাম করে ঠিকানা নিয়েছিল। কিন্তু পার্সেলের ভেতর কী আছে, তিনি জানেন না। এর পর রাজকে গ্রেপ্তার করা হলে তিনি মাদক আমদানির কথা স্বীকার করেন। নিজের নামে না এনে তিনি বন্ধু সাকিব ও সহকারী ইসমাইলের নামে চালান আনতেন। তার দাবি, অল্প দিন আগে তিনি মাদক কারবার শুরু করেছেন। এর আগে মাত্র একটি চালান এনেছিলেন। সেই চালানের কিছু নমুনাও তার বাসায় পাওয়া গেছে।

ডিএনসির এক কর্মকর্তা জানান, বছরখানেক আগে কুশের কয়েকটি চালান ধরা পড়ে। তবে এর পর এই মাদকের আর খোঁজ মেলেনি। সর্বশেষ মাসখানেক আগে একটি চক্র ধরা পড়ে। এর মাধ্যমে জানা যায়, আরো বেশ কয়েকটি চক্র সক্রিয় আছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ম্যাজিক মাশরুম মূলত এক ধরনের ব্যাঙের ছাতা। সাইলোসাইবিন নামে এ মাশরুম প্রকৃতিতেই জন্মায় এবং এটি খুবই বিষাক্ত। সাইলোসাইবিন শরীরে প্রবেশের পর এর মধ্যে যে উপাদানগুলো সক্রিয়, সেগুলো কাজ শুরু করে। এ উপাদান শরীরে বেশি প্রবেশ করলে নেশার উদ্রেক হয়। আর প্রচলিত গাঁজার সঙ্গে অতিরিক্ত টিএইচসি যুক্ত করে বানানো হয় কুশ বা এ জাতীয় মাদক।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ কর...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি মহান বিজয় দিবস উদযাপনের জন্...

কুষ্টিয়া ও দৌলতপুর সীমান্তে ২ কোটি ৬১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বি...

মহান বিজয় দিবসে কক্সবাজার জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মা...

চট্টগ্রামে বিজয় দিবসে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হ...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবি’র ইন্স...

বাজার থেকে কিটক্যাট চকলেট সরানোর নির্দেশ, সতর্কতা জারি

নেসলে কিটক্যাট চকলেটের একটি বিতর্কিত লট বাজার থেকে ২০২৬ সালের ২১ জানুয়ারির মধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা