চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় আয়োজিত বিজয় মেলায় দুই নারীকে প্রকাশ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবক প্লাস্টিকের চেয়ার দিয়ে দুই নারীকে বেধড়ক মারছেন।
একপর্যায়ে তাঁদের একজন মাটিতে পড়ে গেলেও যুবকটি থামেননি। পরে পাশ থেকে আরেক নারী এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের এই ভিডিও ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সাইদ জানান, ঘটনার পর আহত দুই নারী ফাঁড়িতে এসে মৌখিকভাবে অভিযোগ করেছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসে। এরই মধ্যে অভিযোগকারী নারীরাও ফাঁড়ি ত্যাগ করেন। তিনি আরও জানান, ওই দিন এলাকায় মানুষের ভিড় ছিল এবং মেলাকে কেন্দ্র করে কয়েকটি দোকানে মারামারির ঘটনা ঘটে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সিআরবি শিরীষতলা এলাকায় তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। মেলাকে ঘিরে আশপাশে গড়ে ওঠে অস্থায়ী ভাসমান দোকান। মঙ্গলবার খাবার পরিবেশনকে কেন্দ্র করে কয়েকটি দোকানে কথা-কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মূল মেলার বাইরে একটি খাবারের দোকানের সামনে ওই হামলার ঘটনা ঘটে। এ সময় আশপাশে আরও কয়েকজন যুবককে হাতাহাতিতে জড়াতে দেখা যায়।
আমারবাঙলা/এনইউআ