মাদকবিরোধী অভিযানে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যশপুর এলাকায় গাঁজাভর্তি ব্যাগের ভেতর থেকে ২টি বিদেশি (ভারতীয়) পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ১২ কেজি গাঁজাও জব্দ করা হয়।
সোমবার(৩ নভেম্বর) কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, রবিবার দিবাগত মধ্যরাতে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির আওতাধীন ভারত সীমান্তবর্তী ধনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গাঁজার ব্যাগগুলো তল্লাশি করে এর ভেতর থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লে. কর্নেল মীর আলী এজাজ বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে একটি চক্র সক্রিয় রয়েছে। গোয়েন্দা তথ্য অনুসারে, ভারত থেকে অবৈধ পথে অস্ত্র দেশে প্রবেশের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, উদ্ধার করা অস্ত্রগুলোও সেই চক্রের অংশ হিসেবে দেশে আনা হয়।
তিনি আরও জানান, অভিযানে কেউ গ্রেফতার না হলেও অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।