চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের জিম্মি করে ২৮টি গরু লুটের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া গরুর মধ্যে ২৬টি উদ্ধার এবং তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায়। সিরাজগঞ্জের বিভিন্ন হাট থেকে ছয়জন ব্যবসায়ী ২৮টি গরু কিনে ট্রাকযোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট বাজারে যাচ্ছিলেন।
পথে সলিমপুর এলাকায় পৌঁছালে একটি ডাকাত দল ট্রাকটি থামিয়ে অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি করে সব গরু লুট করে নেয়। এ সময় ট্রাকচালক, তাঁর সহকারী ও দুই ব্যবসায়ীকে রাস্তার পাশে বেঁধে ফেলে রাখা হয়। অপর দুই ব্যবসায়ীকে একটি মাইক্রোবাসে তুলে টানেল এলাকায় নিয়ে গিয়ে নামিয়ে দেওয়া হয়।
পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম জানান, জিপিআরএস ট্র্যাকারের মাধ্যমে ট্রাকটির অবস্থান শনাক্ত করে বাড়বকুণ্ড ও মান্দারিটোলা এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং ২৬টি গরু উদ্ধার করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাড়বকুণ্ডের মান্দারিটোলা গ্রামের মো. রাশেদ, মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের ওমর ফারুক এবং বাঁশবাড়িয়া এলাকার সৈকত ইসলাম।
তিনি আরও জানান, লুট হওয়া বাকি দুইটি গরু উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আমারবাঙলা/এনইউআ