ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ছাত্রদের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, আগামী নির্বাচন সহজভাবে নেয়ার সুযোগ নেই। বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আগামী দিনের রাজনীতিও কঠিন হবে। কর্ম দিয়ে জনগণের সমর্থন অর্জন করতে হবে। গণঅভ্যুত্থান স্পিরিট বুকে ধারণ করে রাজনীতি পরিবর্তন এবং সংস্কার করতে হবে।
তিনি শনিবার সন্ধ্যার দিকে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ মাঠে জেলা ছাত্রদল আয়োজিত সাধারণ শিক্ষার্থীদের সম্মানে ইফতারপূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জুলাই-আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
বক্তব্যে ইশরাক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ৩১ দফা কর্মসূচি বিএনপির এককভাবে নয়, ৬০টির অধিক রাজনৈতিক দলের সাথে কনসালটেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, শেখ তাহাউদ্দিন নাহিন, শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম প্রমুখ।
আমারবাঙলা/ইউকে
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            