সংগৃহিত
সারাদেশ

পাকুন্দিয়ার লিচু গ্রামে মৌ চাষে ব্যস্ত খামারিরা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামে প্রায় এক বর্গকিলোমিটার এলাকায় পাঁচ হাজার লিচুগাছ রয়েছে। গ্রামের প্রতিটি বাড়ির উঠান, পুকুরপাড়, খেতের আইলসহ চারদিকেই লিচুগাছ। যে কারণে গ্রামটি ‘লিচু গ্রাম’ হিসেবে পরিচিতি পেয়েছে।

গ্রামের প্রতিটি লিচুগাছ এখন মুকুলে ভরপুর। এসব গাছ ঘিরে মৌ চাষে ব্যস্ত হয়ে পড়েছেন খামারিরা। সংশ্লিষ্টরা বলছেন, মৌমাছির মাধ্যমে লিচু ফুলের পরাগায়নে সহায়তা হচ্ছে। এর ফলে একদিকে লিচুর উৎপাদন বাড়বে, অন্যদিকে মধু আহরণ করে বাড়তি আয় হচ্ছে লিচুচাষি ও মৌচাষিদের।

লিচুবাগানের নিচেই মৌ চাষের ৬০টি বাক্স বসিয়েছেন পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া গ্রামের মো. ছফির উদ্দিন (৩৫)। তিনি শুরুতে ১০টি বাক্স দিয়ে মৌ চাষ শুরু করেছিলেন। এরপর দ্রুত লাভের মুখ দেখায় বাক্সের সংখ্যা বাড়াতে শুরু করেছেন। বর্তমানে তার ৬০টি বাক্স হয়েছে। প্রতিটি বাক্সে মধু সংগ্রহের জন্য আটটি মৌচাক রয়েছে। আছে একটি করে রানি মৌমাছি। তার খামারের নাম ‘মঙ্গলবাড়িয়া মৌ খামার’।

ছফির উদ্দিন বলেন, শুরুতে মৌ চাষের পদ্ধতি বুঝতে অনেক সময় লেগেছে। প্রথমে খুব বেশি লাভ হয়নি। তবে তিনি ধৈর্য ধরে মৌমাছির আচরণ বোঝার চেষ্টা করেছেন। অবশেষে মৌ চাষ করেই তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন। তিনি এক টনের ওপর লিচুর মধু সংগ্রহের আশা করছেন। এতে তার চার থেকে পাঁচ লাখ টাকা আয় হবে বলে জানান।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবাড়িয়া গ্রামে প্রতিটি লিচুগাছ মুকুলে ছেয়ে গেছে। গাছের নিচে সারিবদ্ধভাবে সাজানো মৌমাছির বাক্স। বাক্সের আশপাশে ভনভন করে শব্দ করে ওড়ছে অসংখ্য মৌমাছি। আবার বাক্স থেকে ওড়ে এসে লিচুগাছের ফুলে বসছে। এক গাছে থেকে আরেক গাছে ওড়ে ফুলের মধু সংগ্রহ করে বাক্সে ফিরছে তারা। লিচুচাষিরাও গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

মধু আহরণ করতে সাভার থেকে এসেছেন মুয়াযযিন হোসাইন নামের আরেকজন মৌ খামারি। তিনি ৮০টির মতো মধুর বাক্স নিয়ে এসেছেন। এ ছাড়া গাজীপুরের ‘মেসার্স মনির মৌ খামার’ থেকে ১০০টির ওপর বাক্স নিয়ে মঙ্গলবাড়িয়া লিচুবাগানে এসেছেন মো. মনিরুজ্জামান নামে আরেকজন মধু খামারি।

মুয়াযযিন হোসাইন জানান, তিনি এমবিএ পাস করে চাকরির পেছনে না দৌড়ে মৌ চাষ শুরু করেছেন। প্রায় ১৪ বছর ধরে মৌ চাষ করে আসছেন। এবার দ্বিতীয়বারের মতো আসছেন মঙ্গলবাড়িয়া গ্রামে। ডিজিটাল বাক্সসহ সব মিলিয়ে তার প্রায় ৮০টি মধু সংগ্রহের বাক্স রয়েছে। এবার ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে মধু বিক্রি করছেন।

লিচুচাষি নজরুল ইসলাম বলেন, এ বছর লিচুগাছ মুকুলে ভরপুর। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছেন বাম্পার ফলন হবে। লিচু চাষের পাশাপাশি মৌচাষিরাও মৌমাছির মাধ্যমে লিচুর ফুল থেকে মধু উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হবেন বলে জানান তিনি।

মৌচাষি মনিরুজ্জামান বলেন, মঙ্গলবাড়িয়া গ্রামের লিচু ফুলের মধু স্বাদে–গুণে ভরপুর। সারা দেশেই এ মধুর চাহিদা রয়েছে। তাদের সংগ্রহ করা মধু গাছের নিচেই বিক্রি হয়ে যায়। মধু বিক্রির জন্য অন্যত্র যেতে হয় না। পাইকারসহ আশপাশের লোকজন এসে তাদের তাঁবু থেকেই মধু নিয়ে যান।

পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নুর-ই-আলম বলেন, পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়া গ্রামে প্রায় পাঁচ হাজার লিচুগাছ রয়েছে। দেশজুড়ে বেশ খ্যাতি রয়েছে এখানকার লিচুর। এবার আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি গাছ মুকুলে ভরপুর। মৌমাছিরা লিচু ফুল থেকে মধু সংগ্রহ করছে। এতে ফুলে সহজে পরাগায়ন ঘটে। লিচু ফুলের পোকামাকড়ও অনেকাংশে কমে যাওয়ার পাশাপাশি লিচুর ফলনও বৃদ্ধি পাবে। তাই লিচুবাগানে মৌ চাষের বাক্স স্থাপন করায় লিচুর ফলন বাড়ার পাশাপাশি মৌচাষিরাও মধু আহরণ করে লাভবান হচ্ছেন। এ কাজে মৌচাষিদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি আমরা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমিতে ‘অ্যাডোলেন্স’-এর জয়জয়াকার

বাংলাদেশ সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘোষণা করা হলো ৭৭তম এমি অ্যাওয়ার্ডস।...

লন্ডনে বাংলাদেশি মাকে ‘বর্ণবাদী’ মন্তব্য, ছেলের ওপর হামলা

লন্ডনে হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি তরুণ। তরুণের ভাষ্য, তাঁর হিজাব পরা মা...

রাকসু নির্বাচনে কার কী প্যানেল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের এ পর্যন্ত নয়টি প্...

হাত না মেলানো : ভারতের ব্যাখ্যা, পাকিস্তানের প্রতিবাদ

আগা সালমান-শাহিন আফ্রিদিরা হয়তো সেটা ভেবেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। অপেক্ষায় ছিলেন...

বিপৎসীমা ছাড়িয়ে গেছে তিস্তার পানি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি আব...

এক লাফে ট্যারিফ বাড়ল গড়ে ৪০ শতাংশ

বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করেই নতুন ট্যারিফের প্রজ্ঞাপন জারি করা হয়...

বগুড়ায় মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জে এক নারী ও তার কলেজপড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা...

বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানি তারকা অভিনেত্রী হানিয়া আমির। সানসিল...

ড. ইউনূসকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে নই: রাশেদ খান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের সমালোচনা আমিও ক...

হাসপাতালে ভর্তির পর ডেঙ্গুতে এক দিনে ৫০% মৃত্যু

চলতি বছর দেশে প্রায় ৫০ শতাংশ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা