“তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সকালে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ তথ্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম মুনির।
এর আগে মেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি হেনরী সরদারের সভাপতিত্বে তথ্য অধিকার আইন বাস্তায়নের দায়িত্ব সকলের” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, তথ্য মেলা উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর আব্দুল হামিদ, ঢাকা টিআইবি কো-অর্ডিনেটর সিভিক এনগেজমেন্ট কাজী শফিকুর রহমানসহ অন্যান্যরা।
এবারের তথ্য মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩১টি স্টল স্থান পেয়েছে।
আমার বাঙলা/এনবি
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            