সারাদেশ
পারিবারিক কলহ

শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিশুসন্তানসহ নারীর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর সাথে অভিমানে শিশুকন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত তাঁর এক বছর বয়সী শিশুকন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায়। পারিবারিক কলহের কথা স্বীকার করছে নিহতের স্বামী। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পার্শে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ নাসরিন আক্তার ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাব গ্রামের মো. রাসেল মিয়ার স্ত্রী। তিনি গোপালগঞ্জ জেলার এনামুল হক বিশ্বাসের কন্যা। স্বামীর সঙ্গে শ্রীপুর ভাড়া থাকতেন নাসরিন আক্তার। ১১ মাস বয়সী শিশুকন্যা রওজাতুল জান্নান রাফসা রাসেল-নাসরিন দম্পতির দ্বিতীয় সন্তান।

প্রত্যক্ষদর্শী পারভীন আক্তার বলেন, ওই নারী সকাল থেকে সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছে একটি আম গাছের নিচে বসে ছিলেন। অনেক সময় ওই নারী মোবাইল ফোনে কয়েক দফা কথাবার্তা বলে কান্নাকাটি করে। এর কিছুক্ষণ পর ময়মনসিংহগামী জামালপুর কমিউটার ট্রেন এলে ওই নারী তার শিশুকন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে শিশুটি ট্রেনের সঙ্গে আঘাত পেয়ে দূরে ছিটকে পড়ে। পারভীন বলেন, গুরুতর আহত শিশুকন্যাকে আমি উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাই। এরপর চিকিৎসক দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

রাসেল মিয়া বলেন, আমি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করি। গত তিন দিন ধরে আমি কর্মস্থলে যাচ্ছি না। এ নিয়ে আমাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। সামান্য ঝগড়াঝাঁটি হয়। তাকে মারধর করিনি, সকালে আমি ঘুমিয়ে ছিলাম। মোবাইল ফোনের আওয়াজে ঘুম ভাঙতেই ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে স্ত্রী জানায় সে মেয়েকে নিয়ে বাসা থেকে চলে গেছে, আর ফিরবে না।

নিহতের স্বামী আরও বলেন, আমি বিছানা থেকে তড়িঘড়ি করে উঠে স্ত্রীর ফোনে আবারও ফোন দিয়ে তার অবস্থান জানার চেষ্টা করি। কিন্তু সে কিছুই জানায়নি। আমি অনেক চেষ্টা করেও তার লোকেশন পায়নি। এর কিছুক্ষণ পর ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার বিষয়টি জানতে পারি। হাসপাতালে এসে শিশুকন্যাকে গুরুতর আহত অবস্থায় পাই।

বরমী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. নাজমুল আকন্দ রনি বলেন, খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুস্মিতা সাহা বলেন, গুরুতর আহত শিশুটিকে এক নারীসহ কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। মাথায় গুরুতর আঘাত রয়েছে।

শ্রীপুর থানার ওসি মোঃ জয়নাল আবেদীন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে পন্ডিত ছত্তার বিদ্যাভুবনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

নরসিংদীর মনোহরদীতে পন্ডিত সাত্তার বিদ্যাভবনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃ...

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৫ জন আটক

কুষ্টিয়ায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৫জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল...

কুলাউড়া আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ গ্রেপ্তার

দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে মৌ...

কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ কর্মশালায় ১২ জন নারীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় সেতু এনজিও&rsq...

শ্রীমঙ্গলের স্বর্ণপদকজয়ী চৈতীকে নিয়ে গ্রামে আনন্দের বন্যা

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছে ১৩ বছর...

চট্টগ্রামের সিআরবিতে দুই নারীকে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় আয়োজিত বিজয় মেলায় দুই নারীকে প্রকাশ্যে মারধরের...

বোয়ালখালীতে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে নয়ন উদ্দীন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থান...

চট্টগ্রামে বিএনপি–জামায়াতের ৭ প্রার্থীসহ ৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে বিএনপ...

ফেসবুকে পরিচয়, টাকা আদায়ে প্রেমিকার আপত্তিকর ভিডিও ছড়ালেন প্রেমিক; গ্রেপ্তার ১

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমিকার কাছ থেকে টাকা আদায়ের জন্য আপত্তিকর ছবি ও...

শীতকালে সর্দি–কাশির ঝুঁকি কমাতে যা করবেন

শীতকাল এলেই তাপমাত্রা কমে যায় এবং সর্দি–কাশি ও ইনফ্লুয়েঞ্জার ঝুঁকি বে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা