ছবি: সংগৃহীত
সারাদেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়

সাজিদের মৃত্যু তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে ইবি শিক্ষার্থীদের ফের আন্দোলন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই বিক্ষোভ শুরু হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসন এখনো মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি। এতে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তদন্ত রিপোর্ট দিতে না পারলে প্রশাসনকে ‘গদি ছেড়ে দেওয়ার’ সময় এসেছে।

বিক্ষোভকারীরা ‘পারলে আজই রিপোর্ট দে, নইলে গদি ছাইড়া দে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘উই উই ওয়ান্ট জাস্টিস’, ‘সাজিদ হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

তাদের দাবি, সাজিদের লাশ উদ্ধারের পরও প্রশাসনের কেউ ঘটনাস্থলে যায়নি। তদন্ত প্রতিবেদন প্রকাশে সময়ক্ষেপণের কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ।

বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আন্দোলনস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, সাজিদের মৃত্যুর বিষয়টি আমিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। কোনোভাবেই আমরা এই ঘটনাকে ধামাচাপা দিতে চাই না। তদন্ত কমিটি যদি রহস্য উদঘাটন করতে না পারে, তাহলে সিআইডি, পিবিআই কিংবা বিচার বিভাগীয় তদন্ত হবে। প্রয়োজনে আমি নিজেই পদক্ষেপ নেব।

তিনি আরও জানান, ভিসেরা রিপোর্টের জন্য ইতিমধ্যে ডিআইজিকে বলেছি। রিপোর্ট হাতে পেলেই তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে পারবে। আগামী রবিবারের মধ্যে প্রতিবেদন দেওয়ার আশ্বাস দিচ্ছি।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, সাজিদের সুরতহাল, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট সংগ্রহের প্রক্রিয়া চলছে। রিপোর্ট হাতে পেলে আমরা দ্রুত প্রতিবেদন জমা দেব।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট প্রকাশ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশরাফী, আল-কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীর মনোহরদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। উদয়ের পথে শুনি কার বাণী—

কুষ্টিয়ায় ৮১ কিলোমিটার এলাকায় বিজিবির তৎপরতা

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠে...

একই স্থানে সূর্যোদয়–সূর্যাস্ত দেখার অপার সৌন্দর্যের দ্বীপ রাঙ্গাবালী

পটুয়াখালীর সমুদ্রবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালী যেন লুকিয়ে থাকা এক টুকরো স...

চট্টগ্রামে ছাত্রদল কর্মী হত্যায় আরেক ছাত্রদল কর্মী গ্রেপ্তার

মিরসরাইয়ের বারইয়ারহাটে ছাত্রদলকর্মী তাহমিদ উল্যাহ (১৮) হত্যাকাণ্ডে জড়িত অভিযো...

ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে রাঙ্গাবালীতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর...

মহেশখালীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অর্থদণ্ড

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবৈধভাবে মাটি কাটার ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমা...

শ্রীমঙ্গলে ‘হারমোনি উৎসব’ স্থগিত 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রী...

নরসিংদীর মনোহরদীতে জুয়া খেলার অভিযোগে চারজন আটক 

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদী উপজেলার কাচিকাট...

রাউজানে নির্বাচনী প্রস্তুতি ঘিরে যৌথ মহড়া ও মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের...

বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি মহান বিজয় দিবস উদযাপনের জন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা