ছবি: দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

মুসলিম স্থাপত্যের নিদর্শন ৫৫০ বছরের পুরোনো মসজিদ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার চৌরগাছা গ্রামে অবস্থিত শুরা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ।

প্রায় ৫৫০ বছর পুরোনো এই মসজিদটি মুসলিম স্থাপত্যের চমৎকার নিদর্শন হিসেবে পরিচিত। প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী ও মুসল্লিরা মসজিদটি দেখতে এবং নামাজ আদায় করতে আসেন। মসজিদ চত্বরের প্রধান ফটকের সামনে প্রত্নতত্ত্ব বিভাগের সাইনবোর্ডে উল্লেখ রয়েছে, এটি ষোড়শ শতকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর আমলে (১৪৯৩-১৫১৮) নির্মিত। স্থানীয়ভাবে মসজিদটি শুরা মসজিদ, সৌর মসজিদ বা শাহ সুজা মসজিদ নামে পরিচিত।

যদিও মসজিদের নির্মাণ নিয়ে নানা জনশ্রুতি রয়েছে, প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী এটি সুলতানি আমলের ঐতিহ্যের অন্যতম নিদর্শন। চার ফুট উচ্চতার প্ল্যাটফর্মের ওপর চুন-সুরকি, ইট এবং কালো পাথরের সমন্বয়ে মসজিদটি নির্মিত হয়েছে। মসজিদের দেয়ালে রয়েছে খোপকাটা মৌলিক টেরাকোটা অলংকরণ। এটি দুটি অংশে বিভক্ত- পশ্চিম অংশে নামাজকক্ষ এবং পূর্ব অংশে বারান্দা। নামাজকক্ষের ওপর রয়েছে একটি বর্গাকার গম্বুজ এবং বারান্দার ওপর ছোট তিনটি গম্বুজ। মসজিদের ভেতরের কিবলা দেয়ালে তিনটি পাথরের তৈরি কারুকাজযুক্ত মিহরাব রয়েছে। বাইরের দেয়ালে রয়েছে দুই সারি ইটের প্যানেল নকশা এবং ফুলের টেরাকোটার অলংকরণ।

শুক্রবারসহ বিশেষ দিনগুলোতে দূরদূরান্ত থেকে মুসল্লিরা মসজিদে এসে নামাজ আদায় করেন। কেউ মানত করেন, কেউ দোয়া করেন। রমজান মাসে প্রতিদিন ইফতারের আয়োজন এবং অন্যান্য মাসে তবারক বিতরণ করা হয়।

মসজিদের পরিচালনা কমিটির সদস্য আশরাফুল ইসলাম জানান, মসজিদটির ব্যয় নির্বাহ স্থানীয় মুসল্লি ও বাইরের দর্শনার্থীদের দানের ওপর নির্ভর করে। ভবিষ্যতে মসজিদ প্রাঙ্গণে একটি এতিমখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে। দূরদূরান্ত থেকে আসা মুসল্লিদের জন্য রান্নার ব্যবস্থাও রয়েছে।

গাইবান্ধা জেলা থেকে আগত সিরাজুল ইসলাম বলেন, বিরল স্থাপত্যশৈলীর এই মসজিদে নামাজ পড়ে নিজের জন্য এবং সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করেছি। মসজিদের খতিব ওয়ালি উল্লাহ বিন জালালি জানান, প্রতি শুক্রবার এখানে অনেক মানুষ জমায়েত হন, যা মসজিদটির ঐতিহ্য ও গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে।

স্থানীয়রা আরও বলেন, শুরা মসজিদ শুধুমাত্র একটি স্থাপত্য নিদর্শন নয়, এটি ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক হিসেবে এলাকায় বিশেষ গুরুত্ব বহন করে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে কুষ্টিয়ায় চাচাতো ভাইয়ের হাতে খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল...

কুষ্টিয়া ও দৌলতপুর সীমান্তে ২ কোটি ৬১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বি...

নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ প্রার্থী

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নার...

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ সদস্য নিহত

কুষ্টিয়ায় ছবি তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলায় কর্মরত ডিএসবি’র ইন্স...

মহান বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূ...

১১০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল চসিক

বীর মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন সিটি কর্প...

চট্টগ্রামে মাদক ও ছিনতাই চক্রের সাত সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল অভি...

চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে আজ সোমবার (১৬ ডিসেম্...

মহান বিজয় দিবসে বান্দরবান পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যা

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস–২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান পার্...

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের প্রীতিভোজ

মহান বিজয় দিবস–২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা