বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সূর্যোদয়ের সাথে সাথে পরিষদ চত্বরস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে বেলা ১২.০০ টায় জেলা পরিষদের আয়োজনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাঃ সানাইপ্রু ত্রিপুরা। জেলা পরিষদের চীফ এক্সিকিউটিভ অফিসার জনাব মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মুহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ নাছির উদ্দিন, লালজারলম বম, বিভিন্ন দপ্তরের ন্যস্ত বিভাগের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আমারবাঙলা/এনইউআ