আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের নির্বাচন অফিসগুলোর নিরাপত্তা জোরদার করতে মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির নির্বাচন পরিচালনা–২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে মাঠপর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা ও জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসগুলোর সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন স্থানে নির্বাচন অফিসে নাশকতার ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় কমিশন উদ্বেগ প্রকাশ করেছে।
এ অবস্থায় নির্বাচন কমিশনের মতে, এসব অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত নথিপত্র, ভোটের সরঞ্জাম ও যন্ত্রপাতির নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জানমাল রক্ষাও বিশেষভাবে প্রয়োজন।
এই প্রেক্ষাপটে সারা দেশের সংশ্লিষ্ট নির্বাচন অফিসগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নিতে মহাপুলিশ পরিদর্শকের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আমারবাঙলা/এসএবি