নিজস্ব প্রতিবেদক: প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করতে রাশিয়া যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সফরে থাকবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। আগামী ১২ মার্চের দিকে সুবিধাজনক দিনে তারা রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন।
রোববার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার কাছে পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. শাহ আলম।
এতে জানানো হয়, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের নির্বাচন পর্যবেক্ষণ করতে এবং নির্বাচনী সার্বভৌমত্ব অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়ান ফেডারেশন সফর করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন।
আগামী ১৪-১৮ মার্চ সিইসিসহ তার একান্ত সচিব কিছু শর্ত সাপেক্ষে এ সফর করবেন। আগামী ১২ মার্চের দিকে সুবিধাজনক দিনে রাশিয়ার উদ্দেশ্যে তারা যাত্রা করবেন এবং ১৯ মার্চ ঢাকায় ফিরবেন।
এ সফরের সময়কাল, ভ্রমণ ও ট্রানজিটের জন্য ব্যয় করা সময়কে দায়িত্ব হিসেবে গণ্য করা হবে। তারা তাদের বেতন-ভাতা স্থানীয় মুদ্রায় নেবেন এবং এর কোনো অংশ বৈদেশিক মুদ্রায় নেয়া যাবে না।
সফরকালে ২ জন অংশগ্রহণকারী ৫ রাতের হোটেলে থাকার ব্যবস্থা ও স্থানীয় আতিথেয়তা গ্রহণ করবেন। তবে বাংলাদেশ নির্বাচন কমিশন বিমান ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে। এটি একটি সরকারি সফর বলে চিঠিতে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, আগামী ১৭ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ভোটাভুটির মাধ্যমে ২০২৪ সালে নির্বাচন অনুষ্ঠানের এই তারিখ নির্ধারণ করেছে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            