রাঙ্গুনিয়া ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার। আজ বৃহস্পতিবার পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি, চেকপোস্ট পরিচালনা, টহল কার্যক্রম এবং নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
পুলিশ সুপার সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সকে নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পুলিশকে নিরপেক্ষ, পেশাদার ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা অনিয়মের চেষ্টা হলে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
পরিদর্শনকালে তিনি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় সংশ্লিষ্ট থানার অফিসার, সার্কেল অফিসার ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আমারবাঙলা/এনইউআ