বিপিএলের চলতি আসরে প্রথমবার অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের। তবে টুর্নামেন্ট শুরুর আগেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নেমেছিল নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররা। অনুশীলন চলাকালেই হঠাৎ ক্ষুব্ধ হয়ে ওঠেন কোচ সুজন। একপর্যায়ে তিনি স্টেডিয়াম ত্যাগ করেন।
মাঠ ছাড়ার সময় তাকে কোথায় যাচ্ছেন—এমন প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে জানান, তিনি আর বিপিএলে থাকতে চান না। একই সঙ্গে নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্ব চালিয়ে যাওয়ার আগ্রহও নেই বলে জানান তিনি।
এ সময় দলের কয়েকজন কর্মকর্তা তাকে বোঝানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। শেষ পর্যন্ত সহকারী কোচ তালহা জুবায়েরকে সঙ্গে নিয়ে সিএনজিযোগে স্টেডিয়াম এলাকা ছাড়েন সুজন।
আমারবাঙলা/এসএবি