নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তার দাবি, প্রচার কার্যক্রম চলাকালে যুবদলের কয়েকজন নেতা পরি কল্পিতভাবে বাধা সৃষ্টি করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন তিনি। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ওই দিন মালিবাগ কাঁচাবাজার এলাকায় তার নির্বাচনী গণসংযোগ চলছিল।
তিনি অভিযোগ করেন, শাহজাহানপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রিপন ও ১২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নাসিম রহমান প্রচারণা চলাকালে সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। তাদের আচরণকে ‘পরিকল্পিত’ উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা দাবি করেন এলাকাটি নাকি ‘২০০ বছরের মির্জা আব্বাসের এলাকা।’
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, ঢাকা–৮ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বিষয়টি তুলে ধরছেন এবং আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণই এর জবাব দেবে। ভোটের মাধ্যমেই এই আচরণের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।
আমারবাঙলা/এসএবি