মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরায় বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ গতকাল থেকে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শুরু হয়েছে।
মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন (ডি এফ এ) আয়োজিত ও সংসদ সদস্য এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর এর পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই ফুটবল লীগের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু জেলা প্রথম বিভাগ ফুটবল লীগে জেলার মোট ১২ টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি মাগুরা ফুটবল একাদশ ৬-০ গোলে নাজমুল স্মৃতি সংসদ ধলহরা মাগুরা ফুটবল একাদশ কে পরাজিত করে জয়লাভ করে।
খেলা শেষে সংসদ সদস্য এ্যাডভোকেট. সাইফুজ্জামান শিখর জেলার ১০ টি ফুটবল দলের খেলোয়ারদের মাঝে জার্সি বিতরণ করেন। জেলার ক্রীড়ামোদীগন এই খেলা উপভোগ করে।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            