বিনোদন ডেস্ক: নব্বই দশকের মাঝামাঝি সময়ে অভিনয়ে অভিষেক ঘটে ভারতীয় বাংলা টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্তের। এখন বড় পর্দার কাজ নিয়ে অধিক ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততার ফাঁকে সরস্বতী পূজা ও ভালোবাসা দিবস নিয়ে এই অভিনেত্রী ভারতীয় গণমাধ্যম টিভি নাইনের সঙ্গে কথা বলেছেন।
স্মৃতির পাতা উল্টাতে গিয়ে ৪৬ বছর বয়সী দেবলীনা দত্ত নিজের প্রথম প্রেমের বিষয়ে বলেন, ‘আমার পাড়ায় একটা প্রেম করেছিলাম, সেই ছেলেটিই ছিল আমার প্রথম প্রেমিক। তাকে মন দিয়েছিলাম। ৭ বছর সম্পর্কে ছিলাম। আমার পরিবার থেকেও এ সম্পর্কে সম্মতি ছিল। ক্লাস টেনে ওর সঙ্গে ভালোবাসা বিনিময় করি। কিন্তু সে আমার অতীত। প্রথম প্রেম বলে ভুলিনি। আমাদের এক অনাবশ্যক কারণে ব্রেক-আপ হয়। তবুও সেই সময়টার সঙ্গে আজও ব্রেক-আপ করতে পারি না। আসলে সময়টাই মনে থাকে, মানুষ ফিকে হয়ে যায়।’
বর্তমান সময়ে সরস্বতী পূজা, ভালোবাসা দিবস— সবই বদলে গেছে। তার ভাষায়— ‘এখনকার দিনের সরস্বতী পূজা কিন্তু আগের মতো নেই। সবকিছুই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। আমরা ছোটবেলায় এই বিশেষ দিনটির সারা বছর অপেক্ষা করতাম। সারা বছর যার দিকে চোখ তুলে তাকাতে ইতস্ত বোধ করতাম, সরস্বতী পূজার দিন তার সঙ্গে একটু দৃষ্টি বিনিময় হবে— এই আশায় ৩৬৪ দিন অপেক্ষা করতাম। কিন্তু এখন তো প্রেম-ভালোবাসার সংজ্ঞাই বদলে গিয়েছে, এখন সবটাই শরীর-সর্বস্ব হয়ে গিয়েছে।’
এতটা বদলে যাওয়ার কারণ ব্যাখ্যা করে দেবলীনা দত্ত বলেন, ‘এর কারণ মোবাইল ফোন। ইন্টারনেটে এটা-ওটা সার্চ করে ছোট থেকেই নানা ধরনের কনটেন্ট দেখে ফেলছে তারা। ফলে রোমান্সের পবিত্রতা কিংবা সারল্য হারিয়ে গিয়েছে।’
দেবলীনা প্রথম প্রেমে ব্যর্থ হন। কিন্তু ভালোবেসেই পরিচালক তথাগত মুখার্জির সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। ২০২১ সালে গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন তথাগত। এ নিয়ে দেবলীনার সঙ্গে তথাগতর সম্পর্কের টানাপড়েন তৈরি হয়। আলাদা বসবাস করলেও এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি এই দম্পতির।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            