সংগৃহিত
সারাদেশ

প্রতিবন্ধীর পরিবারকে মামলা দিয়ে হয়রানি

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের সদর উপজেলায় প্রতিবন্ধী জোনায়েদ আহমেদ (৪২) ও তার পরিবারের ৫ সদস্যসহ ৮ জনের বিরুদ্ধে পালিত মামাতো বোনের জামাতা ইউনুছ মিয়া (৪৪) আদালতে মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং হামছাদী ইউনিয়ন ২ নং ওয়ার্ডের শ্যামগঞ্জের প্রতিবন্ধী জোনায়েদ আহমেদসহ রুমি আক্তার, আরিফ হোসেন, তাজুল ইসলাম, রাবেয়া বেগম, মোহাম্মদ আলী, মো. সাগর, মো. জহিরুল ইসলাম হাওলাদার, মনির উদ্দিন ভূঁইয়া, ফরিদা ইয়াসমিনকে আসামি করে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসীরা জানান, ইউনুছ মিয়া একজন মামলাবাজ। তিনি দীর্ঘদিন থেকে নিরীহ ব্যক্তির উপর একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ইউনুস মিয়া মামলা সি আর ২০২০/ ১৪৮/১২৪৩ সহ ৮ টি মামলা দিয়ে নিরীহ প্রতিবন্ধির পরিবারকে হয়রানি করছেন।

ভুক্তভোগী প্রতিবন্ধী জোনায়েদ আহমেদ বলেন, আমার পরিবারের সদস্যরা মামলার কারণে অতিষ্ঠ হয়ে আছে। ইউনুছ আমার পালিত মামাতো বোনের জামাতা। সে আমাদের পরিবারের সবাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এলাকার কোনো ব্যক্তিকে সে মানে না। সে সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সৈনিক।

আমাদের পারিবারিক সম্পত্তি আমাদের ভোগ করতে দিচ্ছে না। আমার জমির জমা-খারিজ সব আমার নামে আছে। সে মামলা দিয়ে আমাকে দূর্বল করার চেষ্টা করছে।

সে সবাইকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে হুমকিধমকি দিয়ে যাচ্ছে। আমি এই মামলাবাজের মিথ্যা মামলা থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এই বিষয়ে ইউনুছ মিয়ার বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। একাধিকবার কল দিলেও রিসিভ হয়নি।

ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, আমাদের চেয়ারম্যান কার্যালয়ে ভুক্তভোগী অভিযোগ করেছে। এটি নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ইউনুছকে অবগত করা হলেও সে বৈঠকে আসেনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

এক সিদ্ধান্তেই বদলে গেল জীবনটা

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘মাসান’। সমালোচকপ্রিয় ও বহুল প্রশংসিত এ...

ফিরেই দলকে নাটকীয় জয় এনে দিলেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

নাঈম এবার অস্ট্রেলিয়া সফরে

বৈশ্বিক টুর্নামেন্ট বাদ দিলে বাংলাদেশ শেষবার অস্ট্রেলিয়ায় সিরিজ খেলেছে ২০০৮ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা