সারাদেশ

পাটগ্রাম সীমান্তের কাঁটাতারে এবার ভারতীয়দের বাঁশের বেড়া

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় লাগানো কাঁটাতারে এবার বাঁশের বেড়া লাগানোর ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাহারায় ভারতীয় নাগরিকেরা এ কাজ করলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য বাধা দেন। কিন্তু, বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যান তারা।

গত মঙ্গলবার দুপুরে দহগ্রাম ইউনিয়নের হাঁড়িপাড়া ও সরকারপাড়া সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ১ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বিজিবির বাধা উপেক্ষা করে কাঁটাতারের বেড়ায় বাঁশের বাতা (চটা) লাগাতে থাকেন ভারতীয়রা। এ সময় বিএসএফের এক সদস্যকে দম্ভোক্তি করে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমরা কাজ করবো, তোমার যা করার তুমি করো।’

এর আগে ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় প্রায় দেড় কিলোমিটার এলাকায় চার ফুট উচ্চতার ওই কাঁটাতারের বেড়া দিয়েছিল বিএসএফ। এতে বিজিবি বাধা দিলে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

এ নিয়ে বিজিবি ও বিএসএফের ডিআইজি পর্যায়ের বৈঠকের পর বেড়া নির্মাণ বন্ধ হয়। ওই ঘটনার এক সপ্তাহ না যেতেই সেই কাঁটাতারের বেড়ায় অসংখ্য মদের খালি কাচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। এর পর গত মঙ্গলবার সেই কাঁটাতারে বাঁশের বাতা লাগানোর ঘটনা ঘটলো।

বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় জড়ো হন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিকালে পাটগ্রামের মুন্সিপাড়া সীমান্তে
ছড়িয়ে পড়া ১ মিনিট ৫১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিএসএফের কয়েকজন সদস্যের উপস্থিতিতে কাঁটাতারে বাঁশের বাতা লাগাচ্ছেন ভারতীয় কয়েকজন নাগরিক। এ সময় বিজিবির এক সদস্য তাদের বাধা দেন। বিজিবি সদস্য তাদের বলেন, ‘আপনারা এখানে কাজ না করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে এখন এগুলো এখানে করছেন কেন?’ তখন বিএসএফ সদস্য হিন্দিতে বলেন, ‘আমরা কাজ করবো, তোমার যা করার তুমি করো।’

বিজিবি সদস্য বলেন, ‘আপনি জোর করে করবেন?’ উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ।’ তখন বিজিবি সদস্য বলেন, ‘আপনারা কি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন?’ উত্তরে বিএসএফ সদস্য বলেন, ‘আমরা কোনো বিশৃঙ্খলা করছি না।’

এ সময় বিজিবি সদস্য বলেন, ‘আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ডিআইজি লেবেলের, তিনি কমিটমেন্ট দিয়েছেন এখানে কোনো কাজ হবে না। তাহলে এখন কেন জোর করে বিশৃঙ্খলা করতে চাচ্ছেন?’ উত্তরে বিএসএফ সদস্য বলেন, ‘আমরা করছি না তো, পাবলিক করছে।’ তখন বিজিবি সদস্য বলেন, ‘পাবলিক করছে কিন্তু আপনি তো তাদের প্রোটেকশন দিচ্ছেন। পাবলিক করছে তো আপনি এখানে কী করছেন?’ উত্তরে বিএসএফ সদস্য বলেন, ‘আমাদের দেশ, আমরা ডিউটি করছি।’

স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক রেজানুর রহমান বলেন, বিএসএফ দহগ্রামে সব সময় জোর খাটিয়ে কাজ করার চেষ্টা করছে। ভারতীয় নাগরিকদের শূন্যরেখায় পাঠিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে।

জানতে চাইলে ৫১ বিজিবির পাটগ্রামের পানবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার মো. জামিল বলেন, এ ঘটনা তিন থেকে চার দিন আগের। বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়ার পর কাজ বন্ধ করেছে বিএসএফ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান থেকে বঞ্চিত মৌলভীবাজার-১ আসনের মানুষ

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসন। প্রায় সাড়ে তিন...

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চয়তা কী বলছে বিসিসিআই

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা মাত্র কয়েকদিন দূরে। ৭ ফেব্রুয়ারি থেকে ভার...

পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন...

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা ছেড়েছি: আসিফ মাহমুদ

সরকারি বাসা ছাড়েননি—এমন অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান কর...

বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ,নোয়াখালীতে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজি ধরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে মো. আরিফ হ...

নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্...

বড়ভাইকে হত্যার ১৫ বছর পর গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাত...

রাঙ্গাবালীতে অপপ্রচারের অভিযোগে খেলাফত মজলিসের প্রার্থীর বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রেখে ভ...

ইসরায়েলের কাছে অ্যাপাচি হেলিকপ্টার, সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই ইসরায়েল ও সৌদি আরবের কাছ...

একজন ব্যক্তি সকালে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনে ‘কার্টেল’ ধরনের রাজনীতি রয়েছে বলে মন্তব্য করেছেন জামা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা