বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমদ, সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম. এ. মোহিত, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ অন্যান্য নেতাকর্মীরা।
এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
আমারবাঙলা/এসএবি