নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ইডেন মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগম। তিনি অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হলেন। অধ্যাপক সুপ্রিয়া গত ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে অবসরে যান।
মঙ্গলবার (২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সরকারি কলেজ-২ শাখা) থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক ফেরদৌসী বেগম এর আগে ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (শিক্ষা) ১৪শ ব্যাচের কর্মকর্তা।
এবি/এইচএন
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            