মেলবোর্ন টেস্টের চতুর্থ দিন বল হাতে রাঙিয়েছেন জাসপ্রীত বুমরাহ। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রথম ৬ উইকেটের চারটিই নিয়েছেন ডানহাতি এই পেসার। আর তাতে সবচেয়ে কম রানের বিনিময়ে ২০০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন ডানহাতি এই পেসার।
বলের হিসাবে টেস্ট ক্রিকেটে এটি কোনো বোলারের চতুর্থ দ্রুততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ড। ম্যাচের হিসাবে যৌথভাবে দশম। আর ভারতীয় বোলারদের মধ্যে এটিই সবচেয়ে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ড।
বুমরাহ এখন টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র বোলার যিনি ২০ রানের কম (১৯.৫৬) গড়ে ২০০ উইকেটের মালিক হয়েছেন। এই রেকর্ডে তার পরে আছেন দক্ষিণ আফ্রিকার শন পলক। প্রোটিয়া এই অলরাউন্ডার ২০.৩৯ গড়ে ২০০ উইকেট নিয়েছিলেন।
২০০ উইকেট পেতে ৮ হাজার ৪৪৮টি বল করতে হয়েছে বুমরাহকে। এই তালিকায় তার ওপরে আছেন ৩ জন। সবচেয়ে কম বলে (৭৭২৫ বল) ২০০ উইকেট নিয়েছেন পাকিস্তানের ওয়াকার ইউনিস। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ডেল স্টেইন এই মাইলফলক ছুঁয়েছেন ৭ হাজার ৮৪৮ বলে। কাগিসো রাবাদা ৮ হাজার ১৫৪ বলে ২০০ উইকেট নিয়েছেন।
ভারতের হয়ে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ডে মোহাম্মদ শামিকে পেছনে ফেলেছেন বুমরাহ। ভারতের হয়ে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ কাঁপানো এই পেসার ৯ হাজার ৮৯৬ বলে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন।
বুমরাহর তোপে মেলবোর্ন টেস্টে এখনো ভালোভাবেই টিকে আছে ভারত। ১০৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩৯ রানে ৬ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে অজিদের লিড গিয়ে দাঁড়িয়েছে ২৪৪ রানে। ভারতের বোলারদের সামনে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছেন মার্নাস লাবুশেন। ইতোমধ্যেই ফিফটি পেরিয়েছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন প্যাট কামিন্স।
আমারবাঙলা/এমআরইউ
 
                                    
                                 
                 
                     
                     
                         
                                                     
                         
                                                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                            