কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ১৩ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম মোহাম্মদ আসমাইন। সে সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার প্রবাসী মোহাম্মদ আজিমের ছেলে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে সিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আসমাইন বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভেসে থাকতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয় সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এম. শাহনেওয়াজ আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমারবাঙলা/এনইউআ