আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।
উদয়ের পথে শুনি কার বাণী—
“ভয় নাই ওরে ভয় নাই,
নিঃশেষে প্রাণ যে করিবে দান,
ক্ষয় নাই তার ক্ষয় নাই।”
তাঁদের নিঃশেষে প্রাণদানের স্মৃতি আজ গভীর বেদনায় স্মরণ করছে জাতি। আজ থেকে ৫৪ বছর আগে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর নীলনকশার শিকার হয়ে নির্মমভাবে হত্যার শিকার হয়েছিলেন।
তারই ধারাবাহিকতায় আজ মনোহরদী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাইমিন আল জিহান।
আরও উপস্থিত ছিলেন মোঃ সজিব মিয়া, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট; উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার; ডা. রাশেদুল হাসান; মনোহরদী থানার অফিসার ইনচার্জ হাসান মোহাম্মদ জুনায়েদ; উপজেলা শিক্ষা অফিসার হরষিত কুমার সাহা; উপজেলা প্রকৌশলী; উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার; আনসার ভিডিপি কর্মকর্তা; ফায়ার সার্ভিস কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁদের আত্মত্যাগের গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। এর আগে দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
আমারবাঙলা/এসএবি